Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা সংক্রমণ দেশে হু হু করে বাড়ছে

করোনা সংক্রমণ দেশে হু হু করে বাড়ছে





করোনা সংক্রমণ দেশে হু হু করে বাড়ছে। কিছুদিন আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর উদ্ধব ঠাকরে তার রাজ্যে লকডাউন ঘোষণা করেছে।

এই মহারাষ্ট্রের অবস্থা তো এমনিতেই খারাপের দিকে, একাধিক শহরে লকডাউন ও নাইট কারফিউ জারি করতে হয়েছে নতুন করে। এবার দক্ষিণের রাজ্যগুলিতেও হু হু করে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। ফলে চিন্তায় পড়েছে কেন্দ্রীয় সরকার।


গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণের ৭৭.৭ শতাংশই হয়েছে মহারাষ্ট্র, পাঞ্জাব, কর্ণাটক, গুজরাট এবং মধ্যপ্রদেশে।

নতুন করে ৪৩.৮৪৬ জন সংক্রমিত হয়েছেন। নতুন সংক্রমিতদের মধ্যে ৮৩.১৪ শতাংশই ৬টি রাজ্যের বাসিন্দা।


নতুন করে মহারাষ্ট্রে ২৭,১২৬ জন, পাঞ্জাবে ২৫৭৮ জন এবং কেরালায় ২০৭৮ জন সংক্রমিত হয়েছেন।



ভারতে ৩,০৯,০৮৭ জন সংক্রমিত বর্তমানে চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২০,৬৯৩ জন। অন্যদিকে আজকের হিসেবে ভারতে ১,১১,৩০,২৮৮ জন সুস্থ হয়ে উঠেছেন। জাতীয় সুস্থতার হার ৯৫.৯৬ শতাংশ। নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ২২,৯৫৬ জন। গত ২৪ ঘণ্টায় ১৯৭ জন সংক্রমণে মারা গেছেন। এরমধ্যে ৮৬.৮ শতাংশ ঘটনা ঘটেছে ৬টি রাজ্যে। নতুন করে মহারাষ্ট্রে ৯২, পাঞ্জাবে ৩৮ এবং কেরালায় ১৯ জন মারা গেছেন।

রাজস্থান, আসাম, গোয়া, উত্তরাখন্ড, ওড়িশা, ঝাড়খন্ড, লাক্ষ্মাদ্বীপ, সিকিম, পুদুচেরী, নাগাল্যান্ড, ত্রিপুরা, লাদাখ, মণিপুর, মিজোরাম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচলপ্রদেশ দাদরা-নগর হাভেলী-দমন-দিউ౼ এই ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কোভিডের কারণে নতুন কোনো মৃত্যুর খবর নেই।

credit:pib

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code