HFCL লিমিটেড আর VVDN টেকনোলজিস যৌথভাবে গড়ে তুলল i2e1-এ বলীয়ান মডেল PM-WANI গ্রাম




নিউ দিল্লী, মার্চ ২২ , ২০২১: অগ্রগণ্য ভারতীয় ওয়াই-ফাই ব্র্যান্ড এইচএফসিএল লিমিটেডের আইও, প্রথম সারির প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং ও ম্যানুফ্যাকচারিং কোম্পানি ভিভিডিএন টেকনোলজিস আর নেতৃস্থানীয় কোর সলিউশনস প্রোভাইডার i2e1-এর সাথে যৌথভাবে আজ ঘোষণা করল যে হরিয়ানার বাসলাম্বিতে তারা এক মডেল PM-WANI গ্রাম গড়ে তুলেছে। এই মডেল গ্রামের সব অধিবাসী অতি দ্রুত গতির ওয়াই-ফাই পাবেন। ফারুখ নগর তেহসিল, গুরুগ্রামে অবস্থিত গ্রাম বাসলাম্বির সংযোগ ব্যবস্থা এমনিতে বেশ খারাপ। এই মডেল গ্রামে দেখা যায় এইচএফসিএল আইও-র PM-WANI অনুসারী ওয়াই-ফাই অ্যাক্সেস পয়েন্ট যা i2e1-এর কোর সলিউশনস দ্বারা ইন্টিগ্রেটেড। i2e1 হল দিল্লী আই আই টি-ভিত্তিক একটি স্টার্ট আপ। এরা TRAI ও DoT-র সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে PM-WANI মডেল তৈরির ক্ষেত্রে অন্যতম প্রধান ভূমিকা পালন করেছে।

গ্রামবাসীরা এখন PM-WANI অনুসারী ওয়াই-ফাইতে যুক্ত হচ্ছেন, অ্যাপের মাধ্যমে বা মোবাইল ওটিপির মাধ্যমে অথেন্টিকেশন হচ্ছে এবং অতি দ্রুত গতির ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। ফলে ডিজিটাল সংযোগের মাধ্যমে সমস্ত প্রশাসনিক, শিক্ষাগত, বিনোদনমূলক এবং অন্যান্য পরিষেবার সুবিধা পাচ্ছেন।

দেশেই তৈরি সুরক্ষিত ওয়াই-ফাই সলিউশনের উপর নির্ভর করে এবং এই প্রত্যন্ত এলাকার গ্রামে অতি দ্রুত ব্যাকহল সংযোগ আনার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন পয়েন্ট টু পয়েন্ট রেডিও ব্যবহার করে এইচএফসিল ভিভিডিএন-এর বিশেষজ্ঞ ওয়ারলেস টিমের সাথে যৌথভাবে এক শক্তিশালী অতি দ্রুত গতির ওয়াই-ফাই নেটওয়ার্ক তৈরি করেছে। এই নেটওয়ার্ক i2e1 কোরের সাথে ইন্টিগ্রেটেড হয়ে স্থানীয় মানুষের ব্যবহারের সুবিধার্থে এলাকায় ইন্টারনেট পরিষেবা দিচ্ছে। এইচএফসিল-এর সমস্ত ওয়াই-ফাই এবং লাইসেন্সহীন ব্যান্ড রেডিও সলিউশনস মেকিং ইন ইন্ডিয়া করার ক্ষেত্রে প্রথম সারির প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং ও ম্যানুফ্যাকচারিং কোম্পানি ভিভিডিএন টেকনোলজিস হল পছন্দের ম্যানুফ্যাকচারিং সঙ্গী।

এইচএফসিএল-এর দৃঢ় বিশ্বাস PM-WANI আর কেন্দ্রীয় সরকারের উচ্চাকাঙ্ক্ষী ভারতনেট উদ্যোগ দেশের প্রত্যেক কোণে ব্রডব্যান্ডের ব্যবহার বাড়াবে।

এই মডেল গ্রাম গড়ে তোলার সম্বন্ধে এইচএফসিএল-এর এক্সিকিউটিভ প্রেসিডেন্ট শ্রী জিতেন্দ্র চৌধরী বলেন “এইচএফসিএলে আমরা সবচেয়ে উদ্ভাবনীমূলক মেক ইন ইন্ডিয়া প্রোডাক্ট তৈরি করতে প্রতিজ্ঞাবদ্ধ। এমন মেক ইন ইন্ডিয়া প্রোডাক্ট, যা ইন্ডাস্ট্রিতে সারা পৃথিবীর সবচেয়ে বড় ব্র্যান্ডগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই মডেল গ্রামটি আমাদের সরকারের আত্মনির্ভর ভারতের স্বপ্ন সফল করার পথে আরেকটি পদক্ষেপ। এই পদক্ষেপ ভারতে উচ্চমানের প্রযুক্তির প্রোডাক্ট ডিজাইন করা এবং নির্মাণ করায় আমাদের পারদর্শিতার প্রমাণ। ব্রডব্যান্ড সংযোগ না পাওয়া মানুষকে সংযোগের আওতায় নিয়ে আসার প্রধান চালিকাশক্তি হিসাবে PM-WANI প্রকল্পের প্রতি আমাদের বিশ্বাস দেখানোরও এ এক প্ল্যাটফর্ম। ভারতকে উদ্ভাবনের কেন্দ্রস্থল বানানোর যে স্বপ্ন আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী দেখেছেন, তা সফল করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”

বাসলাম্বি গ্রামে ইন্টারনেটের ক্ষমতা নিজে পরখ করে ভিভিডিএন-এর সিইও এবং প্রতিষ্ঠাতা শ্রী ভুপেন্দর সাহারান বলেন “এখানকার ব্যবস্থা PM-WANI প্রকল্পের এক ব্যবহারযোগ্য মডেল এবং সারা দেশে এরকম অনেক ব্যবস্থার ব্লু প্রিন্ট হিসাবে এটা কাজ করবে। PM-WANI প্রকল্পের অঙ্গ এই উদ্যোগের লক্ষ্য এই অঞ্চলে ওয়ারলেস ইন্টারনেট সংযোগ আরো উন্নত করে “জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য” বাড়ানো। এই উদ্যোগ মসৃণ সংযোগ জুগিয়ে বাসলাম্বির বাসিন্দাদের ইন্টারনেটের প্রয়োজনের ক্ষেত্রে সত্যি সত্যি আত্মনির্ভর করতে চায়। এটা প্রধানমন্ত্রীর ডিজিটাল ইন্ডিয়া মিশন পূরণ করার দিকে আরো একটা পদক্ষেপ।”

i2e1 প্রতিষ্ঠাতা সত্যম দরমোরা বলেন “আমরা এইচএফসিএল-এর সঙ্গী হতে পেরে আনন্দিত। এইচএফসিএল অল্প কয়েকটা মেক ইন ইন্ডিয়া ওইএমের একটা, যারা শুধু খরচের দিক থেকে প্রতিযোগিতামূলক হওয়ার উপর জোর দিচ্ছে না, যে কোন গ্লোবাল ব্র্যান্ডের মত বা তার চেয়েও ভাল কর্মক্ষমতা, নির্ভরযোগ্যতা এবং সুযোগ সুবিধা দিচ্ছে, যা ইন্ডাস্ট্রির সেরা। এই মডেল গ্রামে ইন্টারনেটের কর্মক্ষমতা আমাদের এই বিশ্বাস আরো জোরদার করল যে PM-WANI প্রকল্প আর আত্মনির্ভর ভারতের স্বপ্ন বাস্তবে পরিণত করতে আমাদের বিদেশী প্রযুক্তির উপর নির্ভর করতে হবে না।”




About HFCL Limited:

HFCL Limited (formerly Himachal Futuristic Communications Limited) is a leading technology enterprise engaged in manufacturing of high end Transmission and Access Equipment, Optical Fiber, Optical Fiber Cables (OFC) and is specialized in setting up modern communication network for Telecom Service Providers, Railways, Defense, Smart City and Surveillance projects.




The Company’s in-house Centre for Excellence in Research located at Gurgaon & Bengaluru along with invested R&D Houses and other collaborators at different locations in India and abroad, innovate futuristic range of technology products and solutions. Some of the newly developed products through R&D are Wi-Fi Systems, Unlicensed Band Radios, Switches, Electronic Fuses, Cloud Management Systems and Video Management Systems. There is a suite of products under development which include Electro Optic Devices, Software Defined Radios, Routers, Intelligent Antenna Systems and Ground Surveillance Radars among others.




The Company has state-of-the-art Optical Fiber and Optical Fiber Cable manufacturing facilities at Hyderabad, Optical Fiber Cable manufacturing plant in Goa and in its subsidiary i.e. HTL Limited at Chennai along with FRP Rod manufacturing facility in its subsidiary at Hosur. It also has a telecom equipment manufacturing facility at Solan.




The Company has been a consistent performer with revenue and profit CAGR over last 7 years of 27% and 23% respectively along with FY20 RoCE of 21.50% and Debt-Equity ratio of 0.43. The consolidated income for 9MFY21 stood at Rs. 3043.70 crores and PAT was Rs.159.80 crores.




Visit www.hfcl.com for more information.


About VVDN Technologies:

VVDN is a premier Product Engineering & Manufacturing company focused on designing & manufacturing end-to-end products in the domains of 5G, Networking & Wi-Fi, Vision, IoT, Cloud & Apps. VVDN’s India HQ is located at Global Innovation Park, Manesar, Gurugram, India and its North America HQ’s is located in San Jose, CA, USA. VVDN serves global customers across several regions including US, Canada, Europe, India, Vietnam, Korea, and Japan. VVDN has 10 advanced Product Design and Engineering Centers in India, which are fully equipped to design & test the complete hardware & software required to develop a complete product or solution. VVDN’s 4 world class Manufacturing facilities are located at Manesar, Gurgaon, India which includes in-house best-in-class SMT Factory, Molding & Tooling Factory, Product Assembly Factory, and Product Certifications labs. VVDN’s Engineering & Manufacturing facilities are fully complied to develop & manufacture Enterprise, Consumer, Industrial, and Automotive-grade products. 


Visit www.vvdntech.com for more information.



About i2e1:

i2e1 is India's first PM-WANI compliant Wi-Fi company. They harness the power of cloud to create a data platform over software defined networks using Wi-Fi.  Incubated at IIT Delhi, the company has been set up by a team of IIT /IIM graduates with extensive experience in data analytics and marketing.


Visit www.i2e1.com for more information.