ভুয়ো ভোটারে ভরে গেছে রাজ্য ! এখনি দেখেনিন নিজের নাম ভোটার তালিকায়

হরিয়ানা ও মহারাষ্ট্রের পর এবার ভোটার তালিকা নিয়ে রাজনীতি শুরু হয়েছে পশ্চিমবঙ্গেও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনের সাথে যোগসাজশ করে ভোটার তালিকা কারচুপির অভিযোগ এনেছেন। হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, যদি নির্বাচন কমিশন যত তাড়াতাড়ি সম্ভব ভোটার তালিকার অনিয়ম দূর না করে, তাহলে তিনি কমিশনের অফিসের বাইরে অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ করবেন।
কলকাতায় তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার কাছে প্রমাণ আছে যে বাংলায় উপস্থিত একটি সংস্থা বাংলার ভোটারদের নাম হরিয়ানা, গুজরাট এবং অন্যান্য রাজ্যের লোকদের দিয়ে প্রতিস্থাপন করছে, যদিও ভোটার আইডি কার্ড নম্বর একই। মমতা দাবি করেছেন যে এটি সরাসরি দিল্লি থেকে করা হচ্ছে। এর মাধ্যমে তারা (বিজেপি) মহারাষ্ট্র, হরিয়ানা এবং দিল্লিতে জিতেছে।
আপনি নিজেই চেক করে দেখুন ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা?
নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://eci.gov.in/ এ গিয়ে Current ‘Issue section এ ক্লিক করে 'Search Name in Voter List' এ ক্লিক করতে হবে। এরপর আপনাকে আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে লগইন করতে হবে। ক্যাপচা কোড দিয়ে ক্লিক করলেই আপনার সমস্ত বিশদ তথ্য চলে আসবে।‘Number of Record(s) Found’ সেকশনে আপনার সমস্ত তথ্যাদি থাকবে। 'View Details' অপশনে আপনার নাম কনফর্ম করতে হবে।
এমনকি আপনি ভোটার স্লিপ ডাউনলোড করতে পারবেন। ceowestbengal.nic.in -এ গিয়ে 'Search Your Name in Voter List' এ গেলেই https://wberms.gov.in/web_searchengine/ এই পেজ খুলবে সেখান থেকেই ভোটার স্লিপ ডাউনলোড করা যাবে।
WB<স্পেস>EC<স্পেস>আপনার সচিত্র ভোটার পরিচয়পত্রের নম্বর (Epic No.) দিয়ে ৫১৯৬৯ নম্বরে এসএমএস করলেও আপনার নাম ভোটার তালিকায় নাম আছে কিনা জানতে পারবেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊