ভোট দিতে ভোটার তালিকাতেও নাম থাকা বাঞ্চনীয়, দেখবেন কিভাবে? 

.


শুরু হয়ে গিয়েছে বিধানসভা নির্বাচন। কিন্তু আপনার ভোটার কার্ড থাকলেই যে আপনি ভোট দিতে পারবেন তা কিন্তু নয় ভোট দিতে হলে আপনার নাম ভোটার তালিকাতেও থাকতে হবে। আপনি নিজেই চেক করে দেখুন ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা? 



নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://eci.gov.in/ এ গিয়ে Current ‘Issue section এ ক্লিক করে 'Search Name in Voter List' এ ক্লিক করতে হবে। এরপর আপনাকে আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে লগইন করতে হবে। ক্যাপচা কোড দিয়ে ক্লিক করলেই আপনার সমস্ত বিশদ তথ্য চলে আসবে।‘Number of Record(s) Found’ সেকশনে আপনার সমস্ত তথ্যাদি থাকবে। 'View Details' অপশনে আপনার নাম কনফর্ম করতে হবে।




এমনকি আপনি ভোটার স্লিপ ডাউনলোড করতে পারবেন। ceowestbengal.nic.in -এ গিয়ে 'Search Your Name in Voter List' এ গেলেই https://wberms.gov.in/web_searchengine/ এই পেজ খুলবে সেখান থেকেই ভোটার স্লিপ ডাউনলোড করা যাবে। 




WB<স্পেস>EC<স্পেস>আপনার সচিত্র ভোটার পরিচয়পত্রের নম্বর (Epic No.) দিয়ে ৫১৯৬৯ নম্বরে এসএমএস করলেও আপনার নাম ভোটার তালিকায় নাম আছে কিনা জানতে পারবেন।