করোনা টিকা নেওয়ার জন্য অনলাইনে নাম নথিভুক্ত করবেন কি করে? দেখে নিন একনজরে 





নাম নথিভুক্ত করতে হবে কো-উইন সাইটে
আধার কার্ড ও অন্যান্য বিবরণ দিয়ে নাম নথিভুক্ত করতে হবে।

https://selfregistration.cowin.gov.in/ এই সাইটে গিয়ে প্রথমে আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আপনার নাম্বারে একটি One Time Password আসবে।




মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনার নাম, আধার নাম্বার দিয়ে আপনাকে সাবমিট করতে হবে।


বেছে নেওয়া যাবে কাছাকাছির টিকাকরণ কেন্দ্র।


সরকারি হাসপাতালে ভ্যাকসিন নেওয়া যাবে নাম নথিভুক্ত করার দিনই।
যে নথি ব্যবহার করে নাম নথিভুক্ত করা হবে, সেই নথি নিয়ে যেতে হবে হাসপাতালে।


হাসপাতালে কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের মধ্যে যে কোনও একটি বেছে নেওয়া যাবে।
সরকারি হাসপাতালে করোনার ভ্যাকসিন বিনামূল্যে দেবে কেন্দ্রীয় সরকার। 


Co-WIN is a platform for the citizens of India to Register for COVID-19 vaccination and schedule their vaccination slots at the nearest vaccination centers.