টিকিটের চাহিদা তুঙ্গে, ভবিষ্যত্ উজ্জ্বল, যাঁরা পরিবর্তন চাইছেন, তাঁরা সংযুক্ত মোর্চাকে ভোট দেবেন: অধীররঞ্জন চৌধুরী
রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। বিধান ভবনে দলীয় ইস্তেহার প্রকাশ করেন প্রদেশ সভাপতি তথা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। ৮টি বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। অধীর বলেন, ‘ইস্তেহারে আছে আইনের শাসনের অঙ্গীকার। আছে শিক্ষা-স্বাস্থ্যের উন্নয়নের অঙ্গীকার। এর মধ্যে আছে শিল্প-সংস্কৃতি রক্ষার অঙ্গীকার।’ এদিন অধীর চৌধুরী বলেন, ‘কংগ্রেসকে নিয়ে কিছু বলার থাকলে বলুন পোর্টালে। হাত বাড়ান, বাংলা বাঁচান, আমরাই বিকল্প, আমরাই ভবিষ্যত। আর কোনও ভুল নয়, একই বৃন্তে দুটি ফুল, বিজেপি আর তৃণমূল’।’
প্রদেশ সভাপতি তথা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ‘ক্ষোভ-বিক্ষোভ থাকবেই, ইচ্ছা থাকলেও অনেককে জায়গা দিতে পারিনি। ২০২১-এ কংগ্রেসের প্রার্থী হওয়ার চাহিদা তুঙ্গে। কংগ্রেসের প্রতি আশা-ভরসা বাড়ছে। ২০২১-এ যা প্রতিযোগিতা, তা ২০১৬-য় দেখিনি। টিকিটের এমন চাহিদা অকল্পনীয়। বোঝা যাচ্ছে কংগ্রেসের ভবিষ্যত্ উজ্জ্বল। যাঁরা পরিবর্তন চাইছেন, তাঁরা সংযুক্ত মোর্চাকে ভোট দেবেন।’
প্রসঙ্গত, বাম- কংগ্রেসের আইএসএফ জোট সংযুক্ত মোর্চা। একুশের বিধানসভা ভোটে তৃণমূল ও বিজেপিকে পরাস্ত করতে জোট বেঁধেছে এই তিন দল। এখন দেখার কতটা প্রভাব ফেলে ভোট ব্যাঙ্কে। ২৭শে মার্চ থেকে রাজ্যে শুরু নির্বাচন। এবার আট দফায় নির্বাচন হতে চলেছে বাংলায়। ২রা মে হবে ফল ঘোষণা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊