পরিচারিকা থেকে বিধানসভার প্রার্থী, মোদীর প্রকল্প নিয়েই ঘুরবেন বাড়ি বাড়ি 


পূর্ব বর্ধমান:


পরিচারিকা থেকে সটান বিধসনসভার প্রার্থী। এই জায়গায় পৌঁছানোর আগে তিনি আক্ষরিক অর্থেই মানুষের পাশে থেকেছেন বারোমাস। প্রত্যয়ের সাথে বলছেন "মানুষের জন্য কাজ করতে চাই" । বলছেন আউশগ্রামের বিজেপি প্রার্থী কলিতা মাজি।



তীব্র দারিদ্র্যের কারনে পড়াশোনা বেশি দূর হয়নি। প্রাথমিক স্কুলের গণ্ডি পেরনোর আগেই পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল। বিয়ের পরেও দারিদ্র্য তাঁর নিত্যসঙ্গী। স্বামী পাইপলাইনের মিস্ত্রির কাজ করেন। তাতে সংসার ঠিকভাবে চলে না। তাই আরও অর্থ উপার্জনের জন্য বত্রিশ বছরের বধূকে পরিচারিকার কাজ শুরু করতে হয়েছে। দৈনন্দিন এসব সংগ্রামের মাঝেই কিন্তু পূর্ব বর্ধমানের আউশগ্রামের পরিচারিক কলিতা মাজি এবার নামছেন অন্য লড়াইয়ে। একুশের বিধানসভা ভোটে আউশগ্রামের জঙ্গলমহল থেকে গেরুয়া শিবিরের প্রার্থী তিনিই। 



গুসকরা পুরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকার মাঝপাড়ার বাসিন্দা কলিতা মাঝির স্বামী সুব্রত মাঝি জলের পাইপলাইনের মিস্ত্রির কাজ করেন। গুসকরা শহরের তিনটি বাড়িতে ঠিকাচুক্তিতে পরিচারিকার কাজ করেন কলিতা। ভোরের আলো ফুটতেই কাজে বেড়িয়ে পড়েন। বাবা মধূসুদনবাবু মারা গিয়েছেন। ৭ বোন, এক ভাই তাঁরা। বাবা জনমজুরি করতেন। কলিতা জানান টাকার অভাবে পড়াশোনা বেশি দূর করতে পারিনি।৫বছর ধরে তিনি রাজনীতিতে আছেন ।



তিনি বলেন ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদির যেসমস্ত প্রকল্পগুলো রয়েছে সেগুলো নিয়েই লোকের বাড়িতে বাড়িতে যাবেন তিনি।