মার্চে ব‍্যাঙ্ক বন্ধ ১১দিন, পরিষেবা ব‍্যহতের সম্ভবনা দুদিন, কবে ও কেন জেনে নিন বিস্তারিত 





মার্চ মাসে ১১দিন বন্ধ থাকছে ব‍্যাঙ্ক। ফলে ব‍্যাঙ্কের কোনো কাজ থাকলে আগেই করে নিন। নয়তো বন্ধের কারণে সমস‍্যায় পড়তে হতে পারে আপনাকেও। ১১ দিনের ছুটির মধ্যে রয়েছে চারটি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার। আরবিআইয়ের ছুটি অনুসারে রাজ‍্যভিত্তিক পর্বে ছুটি থাকে ব‍্যাঙ্ক। আরবিআই ক্যালেন্ডার অনুযায়ী, ৫, ১১, ২২, ২৯ এবং ৩০ মার্চ ব্যাঙ্ক বন্ধ থাকছে। তবে ব‍্যাঙ্ক বন্ধ থাকলেও ইন্টারনেটে লেনদেন পরিষেবা থাকবে। 



দেখে নেওয়া যাক ১১দিনের ছুটির তালিকা: 

১) ৫ মার্চ ২০২১- চাপচের কূট উৎসব পালনের জন্য মিজোরামে ছুটি।

২) ৭ মার্চ - রবিবার।


৩) ১১ মার্চ - মহাশিবরাত্রী।


৪) ১৩ মার্চ - দ্বিতীয় শনিবার।


৫) ১৪ মার্চ - রবিবার।


৬) ২১ মার্চ - রবিবার।


৭) ২২ মার্চ - বিহার দিবস।


৮) ২৭ মার্চ - চতুর্থ শনিবার।





৯) ২৮ মার্চ - রবিবার।


১০) ২৯ মার্চ - দোল পূর্ণিমা/ইয়াওসাঙ্গের দ্বিতীয় দিন।


১১) ৩০ মার্চ - হোলি।



এই ১১দিনের ছুটি ছাড়াও ব‍্যাঙ্কিং পরিষেবায় আরো দুইদিন ব‍্যাঘাত ঘটতে মার্চে। ১৫ ও ১৬ই মার্চ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিলগ্নিকরণের বিরোধিতায় দুদিন ব‍্যাপী ব‍্যাঙ্ক ধর্মঘট রয়েছে। ফলে এই দুদিন ব‍্যাঙ্কিং পরিষেবা ব‍্যাহত হতে পারে। ফলে সমস‍্যা এড়াতে এই দিনগুলি নজর রেখে আগেই আপনার ব‍্যাঙ্কের কাজ কর্ম সম্পন্ন করে চিন্তামুক্ত হোন।