Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিধানসভা ভোটের প্রচারে ধূপগুড়ির সিপিএম প্রার্থী প্রদীপ কুমার রায়




ধূপগুড়ি,২০ ই মার্চ. জয়ন্ত বর্মন :



বিধানসভা ভোটের প্রচারে নেমে পড়লেন ধূপগুড়ির সিপিএম প্রার্থী প্রদীপ কুমার রায়।


প্রার্থীদের নাম ঘোষণার পরেই বিভিন্ন রাজনৈতিক মহলের বিধানসভা ভোটের পাখিগুলি জোট বেঁধে ভোটের প্রচারে বেরিয়ে পড়ছেন।পাশাপাশি প্রচারে নেমে পড়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। শনিবার ধূপগুড়িতে হাট বসে, তাই এদিন হাটে বাজারে দিনে ধূপগুড়ি শহর এলাকায় প্রচার সারলেন ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অধ্যাপক প্রদীপ কুমার রায়। তিনি ব্যবসায়ীদের পাশাপাশি পথচলতি মানুষের সাথে কথা সেরে নেন। 



এদিন প্রচারে উপস্থিত ছিলেন জেলা সিপিআইএমের সম্পাদক সলিল আচার্য, ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক মমতা রায় সহ সিপিআইএমের কর্মীসমর্থকরা। 

সিপিআইএম প্রার্থী প্রদীপ কুমার রায় বলেন," ভোটের প্রচারে বেরিয়ে মানুষের ভালোই সাড়া পাচ্ছি। প্রত্যেকটি বুথে পৌছাতে পারব বলে আশা করছি।"



জেলা সম্পাদক সলিল আচার্য বলেন," শক্তিশালী লড়াই হবে বলে মনে করি। আমরা তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে জনমত তৈরি করে বিকল্প সরকার তৈরী করতে চাই। বাজারে পেট্রোপণ্যের দাম আমরা ক্ষমতায় এসে কমাব। আমরা আশাকরি ধূপগুড়ি থেকে আমরা জয়লাভ করবো।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code