পদ্মশিবিরে জিতেন্দ্র তেওয়ারি, আসানসোলের আরও ৩ কাউন্সিলরের যোগদান



২৭শে মার্চ থেকে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে দল বদল অব্যাহত। মঙ্গলবার হুগলির বৈদ্যবাটির সভায় দিলীপ ঘোষের হাত ধরে পদ্মশিবিরে যোগ দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। এরপর আজ বিজেপির এক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলে জিতেন্দ্র। পাশাপাশি উপস্থিত ছিলেন বাবুল সুপ্রিয়, শমীক ভট্টাচার্য। আর সেই বৈঠকের শুরুতেই বিজেপিতে আসানসোলের আরও ৩ কাউন্সিলরের যোগদানের কথা ঘোষণা করলেন শমীক ভট্টাচার্য।



সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য জানান, গতকাল জিতেন্দ্র তেওয়ারি বিজেপিতে যোগদান করেছেন। আজ আরও আসানসোলের আরও তিন কাউন্সিলার বিজেপিতে যোগ দিচ্ছেন। সাধন পাল, বাপি হুইলার ও অমিত তুলসিয়ান। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁদের হাতে পতাকা তুলে দিয়ে বিজেপিতে যোগদান করালেন। একইসঙ্গে মহিমচন্দ্র সর্দারের নেতৃত্বে আদিবাসী বিকাশ পরিষদের ৫১ জন সদস্যও আজ যোগ দেন বিজেপিতে।



এদিনের সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য আরও বলেন, বিজেপি সরকারে আসছে। কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত, তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তর থেকে এক্সোডাস হচ্ছে বলেন শমীক। তিনি বলেন, "কিছু বিশেষ বিশেষ মানুষের যোগদানকে কেন্দ্র করে তা খবর হচ্ছে ঠিকই, কিন্তু কার্যত কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত, তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তর থেকে এক্সোডাস হচ্ছে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা কারও বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষিত কর্মসূচি পালন করার অবস্থায় নেই। সেই মুখ তাঁদের নেই।"



বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘আমাদের কাজ দেখে বিরোধীরাও আমাদের দলে আসছেন। সিদ্দিকিরা একসঙ্গে লড়লেও কিছু হবে না। ফিল্মতারকারা আমাদের দলে আগেই এসেছেন। সমস্ত পেশার সফল লোকরা আসুন বিজেপিতে।’ পাশাপাশি আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে তিনি পাল্টা দিয়ে বলেন, পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রীর ছবি থাকা বিধিভঙ্গ নয়। পেট্রোল পাম্প সরকারি জায়গা নয়, ব্যক্তিগত এলাকা। সেখানে ছবি থাকলে তা আদর্শ আচরণবিধির মধ্যে পড়ে না।’