সুন্দরবনকে জেলা ঘোষণা করে তৈরি হবে এইমস: নতুন প্রতিশ্রুতি অমিতের 





নির্বাচনী লড়াইয়ে এবার আরো এক প্রতিশ্রুতি স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। গঙ্গাসাগরে প্রতিশ্রুতি দিলেন পৃথক পর্যটন কেন্দ্রের আর গোসাবায় দিলেন সুন্দরবনকে আলাদা জেলা করার পাশাপাশি এইমস গড়ার। পাশাপাশি এই মঞ্চ থেকেই তৃণমূল নেত্রীকে একহাত নিয়ে অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী মোদীর পাঠানো সাহায্য জনসাধারণ পর্যন্ত পৌঁছতে দেয়নি তৃণমূল কংগ্রেস সরকার। তাঁর প্রশ্ন, ‘‌আমফানের ১০ হাজার কোটি টাকা কোথায় গেল? ভাইপো টাকা খেয়েছে বলে অভিযোগ করেন। 







সুন্দরবনকে আলাদা জেলা করার ঘোষণা করে পর্যটনের জন‍্য উন্নয়ন করা হবে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, 'মৎস্যজীবীদের ৩ লক্ষ টাকার বিমা দেওয়া হবে। ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র তৈরি করা হবে। ঘরে ঘরে বিদ্যুৎ, বাথরুম, গ্যাস পৌঁছনোর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু দিদি ২৮২ প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার মধ্যে ৮২টাও পূরণ করেননি। দিদি জবাব দিন। জবাব তো উনি দিতে পারবেন না। তাই আপনার ভোট বাক্সে তার জবাব দিয়ে দেবেন।’‌




মৎস্যজীবীদের এবং সুন্দরবনের উন্নয়নের জন্য সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হবে বলেও প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘‌ক্ষমতায় এলে ১ বছরের মধ্যে সুন্দরবনকে জেলা ঘোষণা করে তৈরি হবে এইমস। চিকিৎসার জন্য আর কলকাতায় ছুটতে হবে না।'




তিনি আরো বলেন, 'নেতাজি সুভাষচন্দ্র বসু যে বাংলায় ইংরেজদের পিছু হঠতে বাধ্য করেছিলেন, সেই বাংলা আজ তোলাবাজির বাংলায় পরিণত হয়েছে। এই গোসাবা বিধানসভা কলকাতার কাছাকাছি হলেও এখনও সেভাবে উন্নয়ন হয়নি।’‌