পরপর ৩ বার ভূমিকম্পে দিশেহারা সাধারণ মানুষ-সুনামি সতর্কতা জারি




স্থানীয় সময় শুক্রবার সকালে দক্ষিণ-পশ্চিমাঞ্চল প্রশান্ত মহাসাগরের একটি অংশে শক্তিশালী ভূমিকম্পের সর্বশেষতম আঘাতে দিশেহারা হয়ে পরে সাধারণ মানুষজন।

৮.১ মাত্রার ভূমিকম্পটি সকাল ৮ টা ২৮ মিনিটে এনজেডএসটি শুক্রবার সংঘটিত হয় ।

ইউএসজিএস একটি টুইট বার্তায় জানিয়েছে, "[এটি] প্রায় একই স্থানে প্রায় ২ ঘন্টা আগেই এম 7.4 এর সাথে সরাসরি সম্পর্কিত।" "দুটি কম্পনই প্রশান্ত মহাসাগর ও অস্ট্রেলিয়া প্লেটের মধ্যকার সাবডাকশন ইন্টারফেসে ঘটেছে।"

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ২৭ মিনিটে প্রথম ৭ দশমিক ২ মাত্রার এবং ভোর ৬টা ৪১ মিনিট দ্বিতীয়বার ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল নিউজিল্যান্ড।