২১-এর বিধানসভায় ব্রাত‍্য‍ তৃণমূলের ২৭ বিধায়ক 




২৭শে মার্চ থেকে রাজ‍্য শুরু হচ্ছে বিধানসভা ভোট। আর বিধানসভা নির্বাচনের লড়াইয়ে ঝাপিয়ে পড়েছে তৃণমূল, বিজেপি ও বাম-কংগ্রেস জোট। শুক্রবার দুপুরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ‍্যায় প্রার্থী তালিকা প্রকাশ করেন। এবারের প্রার্থী তালিকায় নতুন চমক দিয়ে একাধিক অভিনেতা অভিনেত্রীকে সিট দিয়েছে তৃণমূল। তবে এবারের ভোটে টিকিট না পেয়ে ব্রাত‍্য থেকে গেছে ২৭বিধায়ক। 




এবারের ভোটে যেসকল বিধায়ক ব্রাত‍্য থাকলেন- 

অমল আচার্য (ইটাহার), 

অসিত মাঝি 

রবিরঞ্জন চ্যাটার্জি (বর্ধমান দক্ষিণ)

প্রদ্যুত্ ঘোষ (নারায়ণগড়), 

জটু লাহিড়ী (শিবপুর), 

ব্রজমোহন মুখার্জি 

রবীন্দ্রনাথ ভট্টাটার্য (সিঙ্গুর)

মইনউদ্দিন শামস (নলহাটি)

হিতেন বর্মন (শীতলকুচি), 

আশিস চক্রবর্তী (গড়বেতা)

দীপেন্দু বিশ্বাস (বসিরহাট দক্ষিণ), 

সোনালি গুহ (সাতগাছিয়া)

রফিকুল ইসলাম (আমডাঙা)






জেমস কুজুর (কুমারগ্রাম)

গৌরীশঙ্কর দত্ত, নার্গিস বেগম (মেমারি), 

মালা সাহা (কাশীপুর-বেলগাছিয়া)

দেবশ্রী রায় (রায়দিঘি)

জীবন মুখার্জি (সোনারপুর দক্ষিণ), 

স্মিতা বক্সী (জোঁড়াসাকো)

রেজ্জাক মোল্লা (ভাঙড়)

পরেশ পাল (বেলেঘাটা)

সমীর চক্রবর্তী (তালডাংরা)

রত্না ঘোষ কর (চাকদা)

বাচ্চু হাঁসদা (তপন)

পূর্ণেন্দু বসু (রাজারহাট-গোপালপুর)

অমিত মিত্র (খড়দা)