Latest News

6/recent/ticker-posts

Ad Code

দুই দিন ব‍্যাপী অনলাইন সেমিনার ব্রেকথ্রু সায়েন্স স্যোসাইটির


দুই দিন ব‍্যাপী অনলাইন সেমিনার ব্রেকথ্রু সায়েন্স স্যোসাইটির



গত ১৩ ই ও ১৪ ই ফেব্রুয়ারি ব্রেকথ্রু সায়েন্স স্যোসাইটি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে অনুষ্ঠিত হল দুই দিন ব্যাপী অনলাইন সেমিনার। উক্ত সেমিনারে বিভিন্ন জেলা থেকে অংশ নেয় প্রায় শতাধিক ছাত্রছাত্রী। ইউটিউব, ফেসবুক এবং গুগল মিট এই তিন মাধ্যমে অনুষ্ঠানটি অনলাইনে অনুষ্ঠিত হয়। 



প্রথম দিনের অনুষ্ঠানে সূচনা পর্বে 'প্রাচীন ভারতে জ্ঞান বিজ্ঞান চর্চা:বাস্তব ও অতিরঞ্জন' -এই বিষয়ের ওপর আলোকপাত করেন অধ্যাপক সৌমিত্র ব্যানার্জী এবং অধ্যাপক অমিতাভ দত্ত।দ্বিতীয় পর্বে 'প্রাচীন ভারতে জ্যোতির্বজ্ঞান চর্চা' নিয়ে বলেন অধ্যাপক নবকুমার মন্ডল এবং নতুন জাতীয় শিক্ষানীতি ও ভাষা শিক্ষা নিয়ে বলেন অধ্যাপক পলাশ বর্ষ পাল।উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অধ্যাপক দেবব্রত বেরা। 



অনুষ্ঠানে দ্বিতীয় দিনে তৃতীয় পর্বে ভারতীয় দর্শন চিন্তার ধারা নিয়ে বলেন শ্রী সুব্রত গৌড়ী এবং ডঃ পরিমল মিশ্র তুলে ধরেন 'প্রাচীন ভারতে চিকিৎসা বিজ্ঞান'-এর কথা।ডঃ নীলেশ মাইতি তৃতীয় পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।চতুর্থ এবং সমাপ্তি পর্বে 'জাতীয় শিক্ষানীতিতে প্রাচীন ভারত চিন্তা' সম্পর্কে বলেন অধ্যাপক ধ্রুবজ্যোতি মূখার্জী ও অধ্যাপক অয়ন ব্যানার্জী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code