ত্রিপুরা থেকে শিক্ষা নেওয়ার আবেদন, মানিক সরকারের
ত্রিপুরা থেকে শিক্ষা নিন, বিজেপির বিষ পান করবেনা।আপনাদের রাজ্যকে শ্মশানে পরিণত করবেন না।আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা ত্রিপুরা থেকে শিক্ষা নিন।মঙ্গলবার বর্ধমান টাউনহলে সিপিএমের এক জন সভায় এসে বর্ধমান বাসী,তথা রাজ্য বাসীর কাছে এম-ই অনুরোধ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্য মন্ত্রী মানিক সরকার।ত্রিপুরায় গত বিধানসভা ভোটে বামফ্রন্ট সরকারের পতন হয়। ক্ষমতায় আসে বিজেপি।বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ত্রিপুরার বর্তমান পরিস্থিতি কেমন তা তুলে ধরেছেন মানিকবাবু।
তিনি বলেন, একবার সময় করে কেউ ত্রিপুরা আসুন।আমার রাজ্যের পথ চলতি যেকোনো মানুষের সাথে কথা বলুন।সেখানকার বর্তমান পরিস্থিতি কি সেটা তারাই আপনাকে বলে দেবে।তারাই বলেদেবে বামফ্রন্টকে সরিয়ে বিজেপি কে এনে কী সর্বনাশীনা করেছি।মানিক সরকার বিজেপি, তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন এরা সবাই সমান। তৃণমূল যে রঙিন স্বপ্ন দেখিয়েছিল তা আর নেই।আপনারা ফের বিকল্প বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার গড়ে তুলুন।
মানিক সরকার বলেন ত্রিপুরায় কাটমানি খায় বিজেপির মণ্ডল নেতৃত্ব। আর পশ্চিমবঙ্গে খায় তৃণমূল নেতারা।পশ্চিমবঙ্গে তৃণমূল ও বিজেপির দ্বন্দ্ব আসলে তামাসা।পশ্চিমবঙ্গকে দখল করতে বিজেপি ত্রিপুরার মতো কৌশল নিয়েছে। বারে বারে বিজেপির কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা আসছেন। ঠিক এমনই হয়েছিল ত্রিপুরায়।পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই।কেন্দ্রের বিজেপি সরকার ভোটের আগে ঘরে ঘরে বেকার যুবক যুবতী দের চাকরি দেবার প্রতিশ্রুতি দিয়েছিলো।তা এখন ত্রিপুরার মানুষ টের পাচ্ছে।পশ্চিম বাংলাতেও তাই।আর এখানেও তৃণমূল সরকার রাজ্যের প্রতিটি ঘরে ঘরে চাকরি দেবে বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল। তা আপনারা দেখতে পাচ্ছেন। এদিনের জন সভায় উপস্থিত ছিলেন কমরেড অমল হালদার, আভাষ রায় চৌধুরী, সহ অন্যান্যরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊