Latest News

6/recent/ticker-posts

Ad Code

সোনার তরী'র ভাষা দিবস উদযাপন ও বই প্রকাশ

 



ভাষা দিবস উদযাপন ও বই প্রকাশ সোনার তরী'র



ধূপগুড়ি, জয়ন্ত বর্মন


রবিবার ধূপগুড়ি কমিউনিটি হলে রফিক, সালাম, জব্বার মঞ্চে পালিত হলো রক্তে রাঙানো ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ধূপগুড়ি পৌরসভার সহযোগিতায় ও সোনার তরী'র ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় এদিনের এই উৎসব। প্রতি বছর বাংলা ভাষার জন্য শহীদ হওয়া বীর বাঙালী সন্তানদের শ্রদ্ধা জানাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় এপার- ওপার সারা বাংলা জুড়ে।



ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও একটি পথপরিক্রমার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। এদিন এই অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয় ,কথা সাহিত্যিক কবি অশোক কুমার গঙ্গোপাধ্যায় কে এবং প্রবীণ কবি গীতা সরকারের  লেখা তিনটি বইও প্রকাশিত হয় এই মঞ্চে। সব মিলিয়ে এক জাঁকজমক অনুষ্ঠানে পালিত হল বাঙালীদের এই গর্বের দিন। 
 


এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গ রত্ন ডঃ আনন্দ গোপাল ঘোষ, ধূপগুড়ি পৌরসভার উপ পৌর পিতা রাজেশ কুমার সিং,ডাঃ কৃষ্ণ দেব সহ অন্যান্য আরও উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ। এছাড়াও, উপস্থিত ছিল তরুণ যুবক যুবতীদের একাংশ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code