অবশেষে অবসান! খুলছে স্কুল, দেখুন বিজ্ঞপ্তি 





গত বছরের মার্চ থেকেই করোনা সংক্রমণের জেরে বন্ধ স্কুল কলেজ। এদিকে আনলক প্রক্রিয়ায় একাধিক ক্ষেত্রে ছাড় মিললেও ছাড় মেলেনি স্কুল কলেজে। গত কয়েকদিন আগেই রাজ‍্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ‍্যায় ১২ই ফেব্রুয়ারি থেকে স্কুল খোলার বিষয়ে কথা চলছে বলে জানিয়েছেন। আর সেই কথাই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল এবার। 




ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশনের তরফে আজ এক বিজ্ঞপ্তি জারি করে ১২ ই ফেব্রুয়ারি থেকে স্কুল খোলা হচ্ছে বলেই জানানো হল। তবে স্কুল খুললেও সব ক্লাস হচ্ছে না বলেই জানানো হচ্ছে। নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস হবে বলেই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। 





পাশাপাশি বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে কোভিড বিধি মেনেই হবে ক্লাস। ১২ই ফেব্রুয়ারি থেকে স্কুল খোলায় দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বেশ উপকার হবে বলেই মনে করছে ওয়াকিবহালমহল। যেহেতু জুনে মাধ‍্যমিক ও উচ্চ মাধ‍্যমিক পরীক্ষা ফলে পরীক্ষার আগে প্রাকটিকাল পরীক্ষার প্রস্তুতি ও পড়াশুনায় মনোনিবেশ করতে যথেষ্ট সুবিধা পাবে শিক্ষার্থীরি।