রেশন তোলার নিয়মে বড়সর পরিবর্তন!




করোনা পরিস্থিতির কারণে আমাদের চারপাশের অনেক কিছুই বদলে গিয়েছে৷ এই 'নিউ নর্মাল' ফের এক পরিবর্তন যুক্ত হল৷


সূত্রের খবর কেন্দ্রের মোদি সরকার সিদ্ধান্ত নিয়েছে যে,অন্নপূর্ণা এবং অন্ত্যেদয় অন্ন যোজনার মাধ্যমে রেশন তুলতে গেলে মোবাইলের ওটিপি বাধ্যতামূলক৷ 


প্রসঙ্গত,প্রতিমাসে সরকারের এই রেশন ব্যবস্থায় দেশের কোটি কোটি মানুষ উপকৃত হন৷ সরকার মহামারির কথা ভেবেই বায়োমেট্রিকের বদলে মোবাইল ওটিপি-র কথা ভাবল৷ কারণ বায়োমেট্রিকে ভাইরাস সংক্রামিত হওয়ার সম্ভাবনা থাকলেও, মোবাইল ওটিপি সম্পূর্ণ নিরাপদ৷ 


জানা গিয়েছে, গত ১ ফেব্রুয়ারি থেকে দেশে এই নিয়ম লাগু হয়েছে৷ তেলেঙ্গানায় সবার আগে এই নিয়ম চালু হল৷ ধীরে ধীরে দেশের অন্য রাজেও শুরু হয়ে যাবে৷হায়দরাবাদের মুখ্য রেশনিং অফিসারের জানিয়েছেন যে, "তেলেঙ্গানার হায়দরাবাদ ও রাঙ্গারেড্ডি জেলাগ ওয়ান টাইম পাসওয়ার্ডের (ওটিপি) মাধ্যমে রেশন বিতরণ করবে৷ ওটিপি যাচাই হওয়ার পরেই ৬৭০টি নায্য মূল্যের দোকান থেকে রেশন দেওয়া হবে৷ হায়দরাবাদে ৫ লক্ষ ৮০ হাজার ৬৮০ জনের রেশন কার্ড রয়েছে৷রাঙ্গারেড্ডিতে সংখ্যাটা ৫ লক্ষ ২৪ হাজার ৬৫৬৷ সমস্ত কার্ডধারীদের ফোন নম্বরের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার পরামর্শ দেওয়া হয়েছে।"