কি কি নিয়ম মেনে খুলছে স্কুল? জানুন বিস্তারিত
১২ই ফেব্রুয়ারি থেকে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য খুলছে স্কুল। বৃহস্পতিবার ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশনের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে সে কথা জানিয়ে দেওয়া হয়। তবে স্কুল খুললে একাধিক নিয়ম পালন করার কথা জানানো হয়েছে পর্ষদের তরফে। এনিয়ে গাইডলাইন দিয়েছে পর্ষদ। রাজ্যের স্কুল শিক্ষা দফতরের কমিশনার জেলাশাসকদের চিঠি পাঠিয়ে সেই বিষয়ে অবগত করেছেন বলে খবর। গোটা স্কুল বিল্ডিং জীবাণুমুক্ত করতে হবে। পডুয়া থেকে শিক্ষক ও শিক্ষাকর্মীদের সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। মানতে হবে সোশ্যাল ডিসট্যান্সিং। রুটিন মেনেই সব ক্লাস হবে নির্দেশিকায় জানানো হয়েছে।
মাস্ক পরতে হবে, তবে গ্লাভস, টুপি বাধ্যতামূলক নয়।
এক মিটারের শারীরিক দূরত্ব মানতে হবে।
স্কুলে ঢোকার আগে সাবান দিয়ে হাত ধুতে হবে।
নিয়মিত হাত ধুতে হবে, প্রয়োজনে স্যানিটাইজার রাখতে হবে।
টিফিন ভাগ করে খাওয়া যাবে না।
নিজস্ব জলের বোতল রাখতে হবে।
ধাতব আংটি বা চেন রাখা যাবে না।
অসুস্থ থাকলে স্কুলে যাওয়া যাবে না।
আলাদা আলাদা ঘরে বসাতে হবে পড়ুয়াদের।
ছাত্র–ছাত্রীদের উপর কড়া নজর রাখবেন শিক্ষকরা।
আপাতত বন্ধ রাখা হতে পারে খেলাধুলো এবং শরীরচর্চা।
উপরিউক্ত নিয়মাবলীসহ আরো একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। এতদিন পর ক্লাস শুরুর সরকারি সিদ্ধান্তে তৎপরতা শুরু হয়ে গেছে স্কুলগুলিতে। স্কুল খোলায় দশম ও দ্বদাশ শ্রেণির ছাত্রছাত্রীরা উপকৃত হবে বলেই মনে করছে ওয়াকিবহালমহল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊