জ্যোতির্বিজ্ঞানী জিয়র্দানো ব্রুনো কে স্মরণ পি সি রায় সায়েন্স সোসাইটির
পুর্ব মেদিনীপুর,সুজিত মণ্ডল:
আজকের দিনে এক জ্যোতির্বিজ্ঞানী জিয়র্দানো ব্রুনো কে সত্য কথা বলার অপরাধে পুড়িয়ে মারা হয়।তাঁর অপরাধ ছিল পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে,যা নাকি বাইবেল বিরোধী ও ধর্ম হীন। তাঁর জীবনের অসামান্য কৃতিত্ব স্মরণ করার জন্য ময়না পি সি রায় সায়েন্স সোসাইটির পক্ষ থেকে জিওর্দানো ব্রুনোর শহীদ দিবস উদযাপন করা হয় এবং এই উপলক্ষে রামচন্দ্রপুর জে এম প্রাথমিক বিদ্যালয়ে অলোচনা সভা ও টেলিস্কোপ সহযোগে আকাশ পর্যবেক্ষণ শিবিরের আয়োজন করা হয়।
ব্রুনো সম্পর্কে আলোচনা করেন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পূর্ব মেদিনীপুর জেলা সহ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায় ও ময়না পি সি রায় সায়েন্স সোসাইটির সহ সভাপতি সঞ্জীব পানিগ্রাহী। টেলিস্কোপ পরিচালনা করেন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির জেলা কমিটির সদস্য প্রদীপ মাইতি। এই আলোচনার শিবিরে ৬০ জন ছাত্রছাত্রী উপস্থিত যোগদান করে।
এই সাইন্স সোসাইটি বছরের বিভিন্ন সময় ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান বিষয়ে সচেতনতা মূলক শিবির গড়ে তোলা হয়। ময়না তে এই জাতীয় উদ্যোগ শুরু হয় প্রথম 2018 সালে।এর মাধ্যমে ছাত্র ছাত্রীদের-
1: কুসস্কার বিরোধী অনুষ্ঠান
2: বিজ্ঞান এর বিভিন্ন মডেল প্রদর্শনী
3: আকাশ পর্যবেক্ষণ
4: বিজ্ঞানের আলোচনা সভা
5: বিজ্ঞানীদের আত্মত্যাগ, জীবন কাহিনী তুলে ধরে
ও জনকল্যাণ মূলক কাজের মাধ্যমে তাদের উৎসাহ দেওয়া হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊