মার্চ মাসে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ ৫ দিন, জেনে নিন কবে কবে





মার্চ অর্থাৎ আগামী মাসে পাঁচদিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। ব্যাঙ্কের ছুটি খুব কম। তবে বিভিন্ন পর্বে বন্ধ থাকে ব্যাঙ্ক। সব ব্যাঙ্কই সব পরবে ছুটি ঘোষণা করে না। তবে সব মিলিয়ে আগামী মার্চে মোট ৫ দিন বন্ধ থাকছে ব্যাঙ্কিং পরিষেবা। আগামী মাসে পাঁচ বন্ধ থাকায় আপনার ব্যাঙ্কের কাজ আগেই করে নিন না হলে আপনাকে পড়তে হবে সমস্যায়।




'নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট', 'নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট অ্যান্ড রিয়াল টাইম গ্রস সেটলমেন্ট' এবং 'ব্য়াঙ্ক ক্লোজিং অফ অ্যাকাউন্টস' এই তিনটি ক্যাটাগরিতে ছুটি দেয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ফলে অযথা ঝামেলা এড়াতে জেনে নিন ছুটির দিন গুলি এবং এড়িয়ে চলুন কাজ।




ছুটির দিন গুলি হল-

  • চাপচার কুট : ৫ মার্চ

  • মহাশিবরাত্রি : ১১ মার্চ

  • বিহার দিবস : ২২ মার্চ

  • হোলি /ধুলেটি/ইয়াওসাঙ্গ : ২৯ মার্চ

  • হোলি : ৩০ মার্চ