তৃণমূলে যোগ দিলেন অভিনেতা দীপঙ্কর দে, ভরত কল ও রাশিদ কন্যা সাওনা খান



দল বদল অব্যাহত! একে একে যখন তখন ঘাসফুল শিবিরে ধাক্কা দিয়ে একাধিক নেতা মন্ত্রী বিজেপিতে যোগ দিচ্ছে তখন তৃণমূলেও যোগ দিচ্ছে অনেকে। কয়েকদিন আগেই মুকুল ঘনিষ্ঠ আত্মীয় যোগ দিয়েছে তৃণমূলে। এবার তৃণমূলে যোগ দিলেন বাংলা সিনেমা ও টেলিভিশনের প্রখ্যাত অভিনেতা ভরত কল ও বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে। যোগ দেন রাশিদ খানের মেয়ে সাওনা খান। তৃণমূলের পতাকা হাতে নেন ‘মোহর’, ‘জল নূপুর’-এর মতো ধারাবাহিকে অভিনয় করা অভিনেত্রী লাভলি মিত্রও। ব্রাত্য বসুর তত্ত্বাবধানেই রাজ্যের শাসক দলে যোগ দেন প্রত্যেকে। 



কৃষক আন্দোলনের সমর্থনে প্রতিক্রিয়া দিয়ে রিহানা, গ্রেটা থুনবার্গ, মিয়া খালিফাদের মন্তব্যকে সমর্থন করেন ব্রাত্য বসু। তিনি বলেন, “যে তারকারা এখনও বিজেপিতে যাওয়ার কথা ভাবছেন, তাঁরা ভুল করছেন। আজকে যখন সাওনার মতো মানুষরা এসে দাঁড়ায়, টিটোদার (দীপঙ্কর দে) মতো মানুষরা এসে দাঁড়ায়, তখন বুঝতে হবে পুরোটা এখনও বিকিয়ে যায়নি। পুরোটা চাটার্ড ফ্লাইট নিয়ন্ত্রণ করতে পারে না।” এরপরই তিনি জানান, যে তারকারা বিজেপিতে যোগ দিচ্ছেন তাঁরা দিল্লির নেতাদের হাত থেকে পতাকা নিচ্ছেন। অর্থাৎ আঞ্চলিক নেতাদের কোনও গুরুত্ব নেই। 



দিন কয়েক আগেই আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন অভিনেতা সৌরভ দাস এরপর যুক্ত হন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। তৃণমূলে নাম লেখান ইম্পার কর্তা পিয়া সেনগুপ্তও।