Latest News

6/recent/ticker-posts

Ad Code

জেলার ক্ষুদ্র পত্র পত্রিকার দাবি দাওয়া নিয়ে কনভেশন ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের



জেলার ক্ষুদ্র পত্র পত্রিকার দাবি দাওয়া নিয়ে কনভেশন ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের



জেলার ক্ষুদ্র পত্র পত্রিকার দাবী দাওয়া নিয়ে বর্ধমান রাজ কলেজ অডিটোরিয়ামে কনভেনশন করলো ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। ক্ষুদ্র পত্র পত্রিকার দাবি দাওয়া মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি অ্যাসোসিয়েশনের।পাশাপাশি আগামী ৯ই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীকেও এই বিষয় জানানো হবে বলে জানান অ্যাসোসিয়েশনের সভাপতি,সম্পাদক।



জেলার বড়ো পত্র পত্রিকা গুলো রাজ্য সরকারের বিজ্ঞাপন পেলেও দীর্ঘ কয়ের বছর ধরে জেলার ক্ষুদ্র পত্র - পত্রিকা গুলো নিয়মিত ভাবে সরকারী কোন বিজ্ঞাপন পাচ্ছেনা,ফলে জেলার ছোটো পত্র পত্রিকা গুলো ভীষন আর্থিক সমস্যায় পড়তে হচ্ছে। এমনকি সরকারী ভাবে বিজ্ঞাপন না পাওয়ার ফলে আগামী দিনে জেলার ছোটো পত্র পত্রিকা গুলো বন্ধ হয়ে যাবার ভয় পাচ্ছে। 



এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তথ্য আধিকারিক কুশল চক্রবর্তী, বর্ধমান রাজ কলেজের অধ্যাপক নিরঞ্জন মন্ডল , বরি বাবু, ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান জেলা শাখার সভাপতি দেবব্রত চ্যাটার্জি, সাধারন সম্পাদক মিথিলেস রায় সহ বর্ধমান, আরাম বাগ, হুগলি জেলার সাংবাদিকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code