Latest News

6/recent/ticker-posts

Ad Code

রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার জন্ম দিবস পালন




রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার জন্ম দিবস পালন


ময়নাগুড়ি, ১৪ ফেব্রুয়ারি: 



রাজবংশী-কামতাপুরী জনগোষ্ঠীর জাতির জনক রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ১৫৬ তম জন্ম দিন পালন হলো গোটা উত্তরবঙ্গ জুড়ে। রবিবার সেই মতো ময়নাগুড়িতেও এদিন সাড়ম্বরে এই দিনটি পালন করা হয়। এদিন ময়নাগুড়ির জল্পেশ মনীষী ঠাকুর পঞ্চানন বর্মা স্মৃতি পাঠাগার ও ভাওয়াইয়া কল্যাণ সমিতির উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন দুই ধাপে অনুষ্ঠান করেন আয়োজক কমিটি। 



প্রথম ধাপে জল্পেশ মন্দির প্রবেশের গেটে থাকা মনীষী পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করা হয়।এদিন এই অনুষ্ঠানে হাজির ছিলেন এসজেডিএ এর চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন, ময়নাগুড়ি থানার আইসি ভূষণ ছেত্রী ,ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া, সহ সভাপতি ঝুলন সান্যাল,পঞ্চায়েত সমিতির সদস্য মনোজ রায়, সমাজসেবী শিব শঙ্কর দত্ত, রামমোহন রায় সহ প্রমুখরা। এদিন আমন্ত্রিত অতিথিদের ব্যাচ,রাজবংশী জাতির হলদিয়া গামছা এবং পান ও কাঁচা সুপারি দিয়ে বরণ করে নেওয়া হয়। এর পাশাপাশি এদিন স্কুল ছাত্র ছাত্রী সহ এলাকার মানুষদের হাতে উদ্যোক্তা কমিটির পক্ষ থেকে চারা গাছ বিতরণ করা হয়। 



এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে কমিটির সভাপতি রামমোহন রায় বলেন, " আমাদের জাতির জনক রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ১৫৬ তম জন্ম দিবস। এই উপলক্ষ্যে আমাদের দুই ধাপে অনুষ্ঠান। দ্বিতীয় ধাপে বিকাল থেকে উত্তরবঙ্গের বিখ্যাত শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এছাড়াও আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। কারণ তিনি আমাদের জাতির জনকের জন্মদিনে ছুটি ঘোষণা করেছেন।" তিনি আরও বলেন, " আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই মনীষী পঞ্চানন বর্মার নামে কলকাতার বুকে কোনো একটি রাস্তার নামাঙ্কন করা হোক।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code