কৃষি বিল প্রত্যাহার দাবিতে বাইক মিছিল জামালপুরে
সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান
কৃষি বিল প্রত্যাহার দাবিতে জামালপুর ব্লকের জোৎশ্রীরাম অঞ্চলে প্রায় ৭০০ মোটরবাইক নিয়ে রেলি করলো জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস।
ভোটের দিনখন এখনো ঘোষনা করেননি নির্বাচন কমিশন। তবুও ভোটের দিন আর বেশিনেই ধরেই নিজেদের উন্নয়নকে এলাকাবাসীদের কাছে তুলে ধরতে পথে নেমেছে সমস্ত রাজনৈতিক দলগুলো।
ভোট যতোই এগিয়ে আসছে সমস্ত রাজনৈতিক দলের পারদ ততই উতপ্ত হচ্ছে। কেন্দ্রের কৃষি বিল প্রত্যাহারের দাবিতে ইতি মধ্যে পথে নেমেছেন রাজ্যের সমস্ত রাজনৈতিক দল গুলো।পায়ে হাঁটা থেকে শুরু করে গরুর গাড়ি, ট্রাক্টর মিছিল,বাইক মিছিলও করাহয়েছে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল গুলোর পক্ষথেকে,আজ ফের একই দাবিতে বাইক মিছিল করলো জামাল পুর ব্লক তৃণমূল কংগ্রেস।মঙ্গলবারের বাইক মিছিলে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুত খান, জামালপুর যুব সভাপতি ভূতনাথ মালিক, সংখ্যালঘু সেলের সভাপতি তবরুপ আলী, জোৎশ্রীরাম গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সহ অন্যান্যরা।
জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুত খান বলেন কেন্দ্র সরকারে কৃষিবিল প্রত্যাহারের দাবিতে এবং রাস্ট্রায়ত্ব সংস্থা গুলো কে বেসরকারী করনের বিরুদ্ধে ও প্রতিদিন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ এই বাইক মিছিল। এরই প্রতিবাদে রাজ্যের তৃণমূল কংগ্রেস আন্দোলন করেছে পথে নেমেছে আজও ফের একই দাবিতে গোটা জামালপুর ব্লকের জোৎশ্রীরাম অঞ্চলে উদ্যোগে এলাকার প্রায় তৃণমূল কংগ্রেসে প্রায় ৭০০ কর্মীদের নিয়ে বাইক মিছিল করায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊