Latest News

6/recent/ticker-posts

Ad Code

ATM ডাকাতি, ২৪ ঘন্টার মধ্যে দুস্কৃতিদের গ্রেপ্তার করলো পুলিশ

 


ATM ডাকাতি, ২৪ ঘন্টার মধ্যে দুস্কৃতিদের গ্রেপ্তার করলো পুলিশ



ধূপগুড়ি,জয়ন্ত বর্মন :

 

ধূপগুড়িতে এটিএম ডাকাতির ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে,দুস্কৃতি দের গ্রেপ্তার করলো ধূপগুড়ি থানার পুলিশ, ঘটনার কিনারা করায় খুশি জেলা পুলিশ।

উল্লেখ্য শুক্রবার গভীর রাতে ধূপগুড়ি শহরে পরপর দুটি এটিএম কাউন্টারে ডাকাতির চেষ্টা করে দুষ্কৃতীরা।



রবিবার ধূপগুড়ি থানায় সাংবাদিক সম্মেলন করলেন অতিরিক্ত পুলিশ সুপার ( গ্ৰামীণ) ওয়াংডেন ভুটিয়া । উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম বিক্রমজিৎ লামা, ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা। ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনের নাম বিক্রম বিশ্বাস ও আলিয়াস উর্ম চন্দ্র । ঘটনায় আরো কেউ যুক্ত আছে কি না সে ব্যাপারে তদন্ত করছে পুলিশ। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান স্থানীয় দুস্কৃতিরাই এই ঘটনার সঙ্গে যুক্ত। ৪৬১, ৩৯২, ৫২১, ৪৭২, নং ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।



অতিরিক্ত পুলিশ সুপার (গ্ৰামীণ) ওয়াংডেন ভুটিয়া বলেন,"এটিএমে ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনেই স্থানীয়, একজন ধূপগুড়ি থানার অন্তর্গত অপরজন বানারহাট থানা এলাকার বাসিন্দা। ঘটনায় আরো কেউ যুক্ত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। শহরের সিসিটিভি ফুটেজ দেখে ও প্রাথমিক তদন্তে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।"

উল্লেখ্য গত ১২ ই ফেব্রুয়ারি শুক্রবার গভীর রাতে ধূপগুড়ি শহরের দুটি এটিএমে ডাকাতির ঘটনা ঘটে । এরপর ২৪ ঘন্টার মধ্যেই ঘটনার কিনারা করল পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code