Latest News

6/recent/ticker-posts

Ad Code

রেলের GRP থানার নব নিযুক্ত ওসি হলেন রবিউদ্দিন, সম্বর্ধনা দিলেন বিশিষ্ট সমাজসেবী আবিদার মল্লিক

 


রেলের GRP থানার নব নিযুক্ত ওসি হলেন রবিউদ্দিন, সম্বর্ধনা দিলেন বিশিষ্ট সমাজসেবী আবিদার মল্লিক



পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট রেলের GRP থানার নব নিযুক্ত ওসি হলেন রবিউদ্দিন। এই খবর পেয়ে কোলাঘাটের ভূমিপুত্র বিশিষ্ট সমাজসেবী ও কোলাঘাট সামাজিক সেবা সমিতির সম্পাদক আবিদার মল্লিক O/C কে সম্বর্ধনা দিলেন এবং কোলাঘাটের রেল পুলিশের ওসি কে সমাজ কল্যাণে এগিয়ে আসার অনুরোধ করলেন । 



সমাজসেবী আবিদার মল্লিক দীর্ঘদিন কোলাঘাট অঞ্চলে মানুষের সাথে মানুষের পাশে সর্বক্ষণের সঙ্গী হয়ে রয়েছেন। বিভিন্ন সময় মানুষের আপদে-বিপদে পাশে দাঁড়িয়েছেন। তাই তিনি যখনই কোনো প্রশাসনিক দপ্তরের রদ বদল হয় তখনই তিনি তাদের কাছে ছুটে যান সমাজসেবামূলক কাজের আবেদন নিয়ে। 



কোলাঘাট রেল পুলিশের কাছে তিনি আবেদন রাখলেন রেল সংলগ্ন এলাকায় রাতের অন্ধকারে যে সমস্ত অসামাজিক কাজ হয় সেগুলি যাতে বন্ধ করা যায়, তার ব্যবস্থা নেওয়ার অনুরোধ করলেন এবং মানুষের সাথে মানুষের পাশে থাকা আহ্বান জানালেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code