ভোট ঘোষনা হতেই জোর কদমে শুরু প্রচার 



গতকালকেই ঘোষিত হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। কমিশনের সূচি অনুসারে ২৭শে মার্চ থেকে শুরু ভোট। গতকাল বিকেলে সাংবাদিক বেঠক করে বাংলাসহ পাঁচ রাজ‍্যের ভোটের দিনক্ষণ ও বিধি নিষেধ জানান নির্বাচন কমিশনার সুনীল অরোরা। কোভিড বিধি মেনে হবে ভোট। পশ্চিমবঙ্গে আট ফদফায় নির্বাচন। আর সেই নির্বাচনী লড়াইয়ে ঝাপিয়ে পড়েছে তৃণমূল থেকে বিজেপি, বাম কংগ্রেস জোট। 





ভোটের দিন ঘোষনা হতেই নির্বাচনী প্রচারে জোর দিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। আজ কোচবিহার শহরে ১০ নং ওয়ার্ডে বিবেকানন্দ স্ট্রীটে দেওয়াল লিখনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করল তৃণমূল নেতা পার্থ প্রতিম রায়। নিজের হাতে দেওয়ালে তুলি ধরতে দেখা যায় তাঁকে। 





কয়েকদিন আগেই পেট্রোল ও ডিজেলের মূল‍্য বৃদ্ধির প্রতিবাদে সাইকেল চালিয়ে ব‍্যক্তিগত ও অফিশিয়াল কাজ সেড়েছেন তিনি। ঠিক যেদিন কলকাতায় ইলেক্ট্রিক স্কুটার করে নবান্নে যান মুখ‍্যমন্ত্রী সেদিনেই প্রতিকী প্রতিবাদ হিসেবে এদিন সাইকেলে। যাতায়ত করে কাজ কর্ম করেন পার্থ। 





আবার অন‍্যদিকে ব্রিগেডের চূড়ান্ত প্রস্তুতিতে ব‍্যস্ত বাম শিবির। উল্লেখ‍্য, বিধানসভা নির্বাচনে এবার তৃণমূলের মূল বিরোধী বিজেপি ও বাম কংগ্রেস মহাজোট। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ভোট যুদ্ধে ঝাপিয়ে পড়েছে বাম। ভোট ঘোষনার পরেই জোর প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি।