এবার বাড়িতে বসেই ফোনের মাধ্যমেই  আপনার Aadhaar Card সংক্রান্ত সব সমস্যার সমাধান করে নিন



আধার আজ সবচেয়ে নির্ভরযোগ্য পরিচয় প্রমাণ যা সারা দেশের মানুষ প্রতিদিন ব্যবহার করে। অথচ এতো অপেক্ষার পর আধার কেন্দ্র থেকে নাম নথিভুক্ত করে যখন আধার কার্ড হাতে আসে তখন দেখা যায় তাতে অনেক ভুল। নামের বানানে কিংবা ঠিকানায় থেকে যাওয়া ভুল তৈরি করে বিভিন্ন সমস্যার। কিন্তু সব সমস্যার সহজ সমাধান করে দিয়েছে আধার কতৃপক্ষ। এখন এক ফোনেই এই ধরণের সমস্যার সমাধান হয়ে যাবে বাড়িতে বসেই।

UIDAI একটি ট্যুইট করেছে এবং একটি ফোন নম্বর দিয়েছে। ১৯৪৭ এই নম্বরটি ফোন থেকে ডায়াল করলেই আপনার আধার সংক্রান্ত সব রকম সমস্যার সামাধান হয়ে যাবে বাড়িতে বসেই।আরও পড়ুন ঃ আপনার আধার কার্ড VERIFY করেছেন? কিংবা কারো আধার কার্ড নকল কিনা জানবেন কীভাবে? 


মোট ১২ টি ভাষায় উপলব্ধ এই পরিষেবা। রয়েছে বাংলাও। বাংলা ভাষাতেই জেনে নিতে পারবেন আপনার আধার সংক্রান্ত সব সমস্যার সমাধানের পথ। 

কোনও আধারকেন্দ্রতে না গিয়েই আপনি বাড়িতে বসেই জানতে পারবেন, জন্ম তারিখ, নামের বানান, ঠিকানা বদলাতে আপনাকে কি করতে হবে। আরও পড়ুনঃ  নিজের আধার কার্ডের সংশোধন নিজেই করুন বাড়িতে বসেই-  ২ মিনিটেই 


তাহলে আর দেরি কেন, আজই ফোন করুন 1947 এই Aadhaar Help Line নাম্বারে আর আধার সংক্রান্ত সব সমস্যার সমাধান জেনে নিন।