বাঁকার জলে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-



বাঁকার জলে ভাষছে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান শহর জুড়ে। বৃহস্পতিবার সকালের রথতলার লকুড্ডি শরৎপল্লী ২৫ নম্বর ওয়ার্ড সংলগ্নে এলাকা বাঁকা নদীতে দিয়ে বয়ে যাওয়া এক মহিলা মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। 


এই খবর ছড়িয়ে পড়তেই মৃতদেহ দেখতে ভিড় জমায় কৌতূহলি মানুষ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ।মৃতদেহ টি উদ্ধারে নেমেছে পুলিশ ও স্থানীয়রা। তদন্ত করছে বর্ধমান থানার পুলিশ,প্রায় ঘণ্টা তিনেক চলে খোজ,সেই খোঁজ চালানোর পর পাওয়া যায় মৃতদেহ।বয়স জানাযায়নি।


স্থানীয় বাসিন্দারা জানান, রথতলা ডিভিসির জলে এক মহিলার মৃতদেহ ভাষতে দেখে। দূর থেকে দেখে মাঝ বয়সী মহিলা বলে মনে হচ্ছে। কোথা থেকে ভেষে এসেছে তা বোঝ যাচ্ছে না। কেউ বা কারা মেরে ফেলে দিতেও পারে বা নিজে ডুবে মরতে পারে বলে অনুমান স্থানীয়দের।