One Nation One Standard-চালু করার সময় এসেছে-পীযূষ গোয়েল

One Nation One Standard-চালু করার সময় এসেছে-পীযূষ গোয়েল





ভারতীয় মানক ব্যুরোর (বিআইএস) কাজকর্ম পর্যালোচনা করে কেন্দ্রীয় গ্রাহক বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রী পীযূষ গোয়েল বলেন ‘এক দেশ এক মানক’ মিশন চালু করার সময় এসেছে এবং মান নিরূপনের ক্ষেত্রে ভারত বিশ্বে অগ্রণী ভূমিকা নিতে পারে।


তিনি আরও বলেন, জাতীয় স্তরে এই মানক মিশনে সব ধরনের সামগ্রী ও পরিষেবাকে অন্তর্ভুক্ত করতে হবে, যাতে সারা দেশে সরকারি সংগ্রহ ব্যবস্থা এবং বরাত দেওয়ার ক্ষেত্রে এক অভিন্নতা ও মানক ব্যবস্থা কার্যকর করা যায়।


তিনি বলেন, একটি দেশের সক্ষমতা ও বৈশিষ্টগুলি সেই দেশের পণ্যসামগ্রীর মানের ওপর নির্ভর করে থাকে। তাই ভারতের কাছে আর বিলম্ব না করে এক অভিন্ন মানক ব্যবস্থা চালু করার সময় এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ