প্রতিবন্ধী অধিকার আইন ২০১৬ কার্যকর সহ ৩১ দফা দাবি নিয়ে রাজ্যের সমস্ত জেলায় অবস্থান বিক্ষোভ
অনুপম মোদক, আলিপুরদুয়ার,১২-ই ফেব্রুয়ারী :
দল-মত-নির্বিশেষে সমাজের সব স্তরের সাধারণ মানুষ প্রতিবন্ধী অধিকারের পাশে দাঁড়ান । প্রসঙ্গত ২০১৬ সালের ১৬ ডিসেম্বর সংসদের উচ্চকক্ষে সর্বসম্মতিক্রমে পাস হয় প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের অধিকার আইন । পরবর্তী সময়ে মহামান্য রাষ্ট্রপতি স্বাক্ষর প্রতিবন্ধকতা মুলক বিলটি পাস হয় ,২০১৭ সালের এপ্রিল মাসে আইনে রূপান্তরিত হয়। প্রতিবন্ধকতা মূলক ব্যক্তিদের গুরুত্বপূর্ণ বদল আসার সম্ভাবনা তৈরি হয় ।আইন পাস হবার ২ বছর সময়সীমার মধ্যে আইনের প্রস্তাবগুলি রাজ্য সরকারের কার্যকর করার সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণ করতে হবে ।
৩১ দফা দাবির ভিত্তিতে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিবন্ধী সম্মিলনীর পক্ষ থেকে রাজ্য সমস্ত জেলায় ১২ ই ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে সমাবেশ ও অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এই দিন উপস্থিত ছিলেন পশ্চিম বঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী জেলা সম্পাদক বিনয় ধর, জেলা সভাপতি সুবল রায় ব্লক সম্পাদক অজিত কুমার দাস, জেলা কমিটির সদস্য বিশ্বজিৎ দাস। এদিনের এই কর্মসূচী ৩১দফা দাবি নিয়ে রাজ্যের সমস্ত জেলায় অনুষ্ঠিত হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊