মুক্তি পাচ্ছে '৮৩', দিনক্ষন জানালো রণবীর 





বেশ কিছুদিন ধরেই '৮৩' ছবির মুক্তি নিয়ে চলছিল জল্পনা। সেই জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেতে চলেছে রণবীর সিং ও দীপিকা কাড়ুকোন অভিনীত ছবি '৮৩'। আগামী ৪ই জুন মুক্তি পাছে ছবিটি সেকথা রণবীর নিজেই তাঁঁর সোশ‍্যাল হ‍্যাণ্ডেলে। হিন্দি, তামিল, তেলুগু, কন্নঢ় ও মালয়লম-এই পাঁচটি ভাষায় মুক্তি পেতে চলেছে ছবিটি। 




১৯৮৩ সালে ভারত কপিল দেবের অধিনায়কত্বে প্রথম ক্রিকেট বিশ্বকাপে জয়লাভ করে। ছবিটি পরিচালনা করেছেন কবীর খান। ছবিটিতে কপিলের ভূমিকায় দেখা যাবে রণবীরকে। কপিলের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে দীপিকাকে। এছাড়া এই ছবিতে অভিনয় করেছেন তাহির রাজ ভাসিন, শাকিব সেলিম, হার্দি সান্ধু, সাহিল খট্টার, চিরাগ পাতিল ও যতীন শর্মা। 




গত বছরের ১০ই এপ্রিল ছবিটি মুক্তি হওয়ার কথা থাকলেও করোনা সংক্রমণের জেরে জারি লকডাউনের ফলে মুক্তি পায়নি। যদিও একাধিক ছবি নেট দুনিয়ায় মুক্তি পেলেও বেশ কিছু ছবির মুক্তির ছবি পিছিয়ে যায়। অবশেষে সরকারি ভাবে জানা গেল ৪ই জুন মুক্তি পাবে ছবিটি। তারপর ১৮ জুন মুক্তি পাবে অমিতাভ বচ্চনের ‘ঝুন্ড’। এর এক সপ্তাহ পরেই মুক্তি পাবে রণবীর কপূর, সঞ্জয় দত্ত, বাণী কপূরের ছবি ‘শামশেরা’। অনেকগুলি ছবি হলে মুক্তি পেতে চলেছে। ফলে চলচ্চিত্রপ্রেমীরা ফের হলমুখী হবেন বলেই আশা চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত প্রত্যেকের।