৮ কিমি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মধ্যে দিয়ে বিবেকানন্দ এর জন্মদিন পালিত হলো দিনহাটার বিভিন্ন এলাকায়



অনুপম মোদক, ১২ই জানুয়ারি, নিগমনগর, ঘাটপার :

করোনা মহামারীর কালেও বড্ড প্রাসঙ্গিক স্বামী বিবেকানন্দ । বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে বিশ্ব মহামারী ঘোষণা করেছে, করোনার করোনার করাল গ্রাসে জর্জরিত গোটা বিশ্ব । প্রচুর মানুষরা এর কবলে পড়ে , আক্রান্ত হয়েছে সেই সাথে বেড়েছে সুস্থতার হারও ।



১৫৮ তম স্বামী বিবেকানন্দ এর জন্মবার্ষিকীর প্রাক্কালেও তিনি আজও সমান ভাবেই তাৎপর্যপূর্ণ আমাদের কাছে । 


এদিন সকালে স্বামী বিবেকানন্দ এর জন্মদিন সারম্বরে পালিত হলো মহাকাল হাট স্মৃতি সংঘ এর পরিচালনায় নিগম নগর ঘাটপার থেকে মহাকাল হাট পর্যন্ত 8কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা । এই প্রতিযোগিতায় অংশ নেয় বেশ কয়েকটি দল ছাড়াও নিগমনগর মর্নিং ইউনিট ।

উপস্থিত ছিলেন সত্যজিৎ বর্মন, মানিক দাস মিলন বর্মন, কৃষ্ণকান্ত ভৌমিক প্রমুখরা ।