ডি.আই অফিসে ডেপুটেশন উস্থি ইউনাইটেড প্রাইমারী টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের


SER-23,বাঁকুড়া ২১জানুয়ারী: 


রাজ্যের প্রাথমিকবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা দীর্ঘদিন আর্থিক বঞ্চনার শিকার হয়ে আসছে। এরই প্রতিবাদে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে একটি অরাজনৈতিক সংগঠন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সেই মতো বৃহস্পতি বার ,প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্যের প্রতিবাদে বাঁকুড়ায় পথে নামে তারা। এবং এই প্রবঞ্চনার প্রতিবাদে বৃহস্পতিবার ২১শে জানুয়ারি, পূর্বপরিকল্পনা মতো কয়েকশো প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের নিয়ে মাননীয় জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাইমারী) মহাশয়ের নিকট একাধিক দাবি সম্বলিত একটি স্মারকলিপিও প্রদান করে তারা । 


বৃহস্পতি বার বেলা ১১ টা নাগাদ প্রাথমিক ডি. আই অফিস সংলগ্ন এলাকায় জমায়েত হয় প্রায় কয়েকশ প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা। তারপর তারা, তাদের সঙ্গে হয়ে চলা বঞ্চনার প্রতিবাদে স্লোগান সম্বলিত মিছিলে সোচ্চার হন। এবং দুপুর ১২ টা নাগাদ ছয় জনের একটি প্রতিনিধি দল মাননীয় বিদ্যালয় পরিদর্শকের নিকট স্মারকলিপিটি তুলে দেন। 




অপরদিকে মাননীয় ডি. আই মহাশয় শিক্ষকদের দেওয়া স্মারকলিপির মার্মার্থ বুঝতে পেরে স্মারকলিপিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাবেন বলে তাদের আশ্বাস দেন ।