ফের আন্তর্জাতিক মহলে প্রশংসিত বাংলা, প্রশংসায় UNICEF, UNDP ও World Bank
ফের একবার ফের আন্তর্জাতিক মহলে প্রশংসিত বাংলা। করোনা মহামারি ও সাইক্লোন আম্ফানে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করল ইউনিসেফ (UNICEF) ও ইউএনডিপি (UNDP) ও বিশ্বব্যাঙ্ক (World Bank)। রাজ্যের ৯৫ শতাংশ মানুষ সে সময় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়েছে। যাতে বেশ উপকার হয়েছে মানুষের বলেই মনে করছেন তাঁরা। 'দুয়ারে সরকার' আর 'পাড়ায় পাড়ায় সমাধান' প্রকল্পের সার্বিক সাফল্যের লক্ষ্যে জেলাশাসক ও পুলিস সুপারদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'দুয়ারে সরকার' ও 'পাড়ায় সমাধান' নামে দুটি বইও প্রকাশ করেন তিনি। পাশাপাশি সাফল্যের খতিয়ান তুলে ধরতে গিয়ে কন্যাশ্রী প্রকল্প, সবুজ সাথী প্রকল্পের উল্লেখ করেন তিনি।
মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন চলাকালীন ভিডিও কনফারেন্সে যোগ দেন বিশ্বব্যাংক ও ইউনিসেফের দুই প্রতিনিধি। বিশ্বব্যাংকের তরফে যোগ দেওয়া জুনেইদ কামাল আহমেদের মতে, এই পরিস্থিতিতে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়েছে প্রায় ৯৫ শতাংশ মানুষ। একেবারে তৃণমূল স্তরে গিয়ে কাজ করার জেরেই এই সাফল্য বলে মনে করছেন তিনি।
যোগ দিয়েছিলেন ইউনিসেফের এক প্রতিনিধি তিনি বলেন, ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’র মতো সরকারি সামাজিক প্রকল্পগুলির ব্যাপক সুফল পেয়েছেন বহু মানুষ, যা খুবই প্রশংসনীয়। পাশাপাশি তাঁর পরামর্শ প্রকল্পের সুবিধা পেতে যেন অসুবিধা না হয় সেদিকে নজরদারি রাখার কথা জানান। উল্লেখশ, এর আগে আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পেয়েছে পশ্চিমবঙ্গ সরকারের 'কন্যাশ্রী' প্রকল্প। পেয়েছে রাষ্ট্রসংঘের পুরস্কারও। রিস্থিতিতে অনেক কিছুতেই বাধা পড়লেও রাজ্যের ভূমিকা প্রশংসা কুড়োল আন্তর্জাতিক মহলে। যা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊