পরপর ৪ বার জাতীয় পুরস্কার পেল বাংলা
ফের সাফল্যের নিরিখে জাতীয় পুরষ্কার পেল বাংলা। এনিয়ে পরপর চারবার জাতীয় পুরষ্কার ছিনিয়ে নিল বাংলা। একশো দিনের কাজে আবারও দেশের মধ্যে এক নম্বরে পশ্চিমবঙ্গ। ২০২০-২১ অর্থবর্ষে রাজ্যে মোট ৩৫ কোটি ৬৯ লক্ষ কর্মদিবস সৃষ্টি হয়েছে। বিগত বছরগুলোর সব রেকর্ড ভেঙে গিয়ে ৩৬ কোটি কর্ম দিবসের রেকর্ড গড়ে প্রায় ১ কোটি ১০ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে। এর আগের বছরগুলোতে এই কর্মদিবসের সংখ্যা ছিল প্রায় ২২ কোটি, ২৮ কোটি, ৩২ কোটি।
করোনা সংক্রমণের জেরে জারি লক ডাউনে বন্ধ ছিল সকল কাজ কর্ম। বছরের অর্ধেক সময় লক ডাউনের পর আনলক পর্ব শুরু হওয়া বা আমপান পরবর্তী সময়ের কাজ রাজ্যকে ১০০ দিনের প্রকল্পে সবচেয়ে প্রথমে রেখেছে। যা সারা দেশের নিরিখে সর্বকালীন রেকর্ড।
বুধবার ‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় সমাধান’ নিয়ে ও সাফল্যের চুড়ান্ত পর্যায়ে পৌছাতে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকেই সুবিধা গুলি উপভোক্তাদের পৌছাতে নবান্ন থেকে গ্রাহকদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। আন্তর্জাতিক স্তরে প্রশংসিত হয় রাজ্য সরকার। ইউনিসেফ, ইউএনডিপি ও বিশ্ব ব্যাঙ্ক রাজ্য সরকারের কাজে পঞ্চমুখ।
পাশাপাশি ‘চোখের আলো' প্রকল্প রাজ্যের সব ব্লকে ৫০ হাজারের বেশি চশমা বিতরণ কর্মসূচির ঘোষণা করেছেন তিনি। এদিন ‘দুয়ারে সরকার', ‘পাড়ায় সমাধান' নামে ২টি বই প্রকাশ করেন মমতা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊