দিল্লীতে কৃষক আন্দোলনকে সংহতি জানিয়ে আজ দিনহাটায় ট্রাক্টরের মার্চ



দিল্লীতে কৃষক আন্দোলনকে সংহতি জানিয়ে আজ দিনহাটায় ট্রাক্টরের মার্চ বেলা ১২ টায় চড়ক মেলার মাঠ থেকে শুরু হয়ে স্টেশন চৌপথী - ঝুড়ি পাড়া - ভবানী হল সামনে দিয়ে - হরতকি তলার মাঠের পাশ দিয়ে - প্রত্যুষা বাজারে সামনে দিয়ে - মদন মোহন বাড়ি সামনে দিনে - মেইন রোড হয়ে চৌপথী গিয়ে শেষ হয় । 

আজ উপস্থিত ছিলেন সারাভারত কৃষক সমন্বয় কমিটির  জেলা সহ সভাপতি তারাপদ বর্মণ, যুবলিগের রাজ্য সম্পাদক আব্দুর রৌফ, কংগ্রেসের কৃষক সমন্বয় কমিটির নেতৃত্ব কমল দাশগুপ্ত, ক্ষেত মজুর ইউনিয়নের  পক্ষ থেকে মুজিবর রহমান, ছাত্র সংগঠন sfi এর রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস প্রমূখ। 



এদিকে দিল্লির আইটিও-তে নিজের ট্রাক উল্টে মারা যান এক আন্দোলনকারী কৃষক, জানায় দিল্লি পুলিশ। আন্দোলন হিংসাত্মক চেহারা নেওয়ায় ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সিংঘু, গাজিপুর, টিকরি সীমান্ত, মুকারবা চক ও নানগলোই এলাকায় ইন্টারনেট কানেকশন অস্থায়ী ভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট সংযোগ।

লালকেল্লার মাথায় যেখানে জাতীয় পতাকা তোলা হয়, সেখানে নিজেদের পতাকায় তুললেন কৃষকরা।লাল কেল্লায় তেরঙ্গা, লাল, হলুদ পতাকা ওড়ালো আন্দোলনরত কৃষকেরা, ট্র্যাক্টর মিছিল আটকাতে ব্যর্থ দিল্লি পুলিশ।