প্রজাতন্ত্র দিবসে বীরত্বের জন্য জাতীয় পুরষ্কার প্রাপকদের তালিক প্রকাশ করলো কেন্দ্র, দেখুন তালিকা
যুদ্ধে সাহসিকতার নজির গড়ে বীরত্বের জন্য সম্মান জানাতে প্রজাতন্ত্র দিবসে তালিকা প্রকাশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যুদ্ধকালীন সাহসিকতা প্রদর্শনের জন্য কৃতজ্ঞ দেশ সেনাদের যে সম্মান প্রদান করে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হল পরমবীর চক্র। যুদ্ধক্ষেত্রে সাহসিকতার জন্য দেশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার মহাবীর চক্র। আর রয়েছে বীর চক্র। শান্তিকালীন বীরত্বের সর্বোচ্চ পুরস্কার অশোক চক্র, কীর্তি চক্র এবং শৌর্য চক্র।
গালওয়ান কাণ্ডে ভারতের হয়ে লড়াই করে প্রাণত্যাগ করা নায়েব সুবেদার নুদুরাম সোরেন, নায়েক দীপক সিংহ, হাবিলদার কে পালানি, হাবিলদার তেজিন্দর সিংহ ও সিপাই গুর্তেজ সিংহ। রয়েছেন শহিদ কর্নেল সন্তোষ বাবু. গত বছর জুনে লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনাদের আচমকা হামলায় যিনি প্রয়াত হয়েছিলেন। তাঁকে মহাবীর চক্র সম্মান দেওয়া হয়েছে।
মহাবীর চক্র
কর্নেল বিকুমাল্লা সন্তোষ বাবু, ১৬ বিহার রেজিমেন্ট (মরণোত্তর)
বীর চক্র
১. নায়েব সুবেদার নুদুরাম সোরেন, ১৬ বিহার রেজিমেন্ট (মরণোত্তর)
২. হাবিলদার কে পালানি, ৮১ এফডি রেজিমেন্ট (মরণোত্তর)
৩. হাবিলদার তেজিন্দর সিংহ, ২ মেডিক্যাল রেজিমেন্ট
৪. দীপক সিংহ, এএমসি, ১৬ বিহার রেজিমেন্ট (মরণোত্তর)
৫. সিপাই গুর্তেজ সিংহ, ৩ পঞ্জাব রেজিমেন্ট (মরণোত্তর)
কীর্তি চক্র
সুবেদার সঞ্জীব কুমার, ৪ প্যারা (এসএফ) (মরণোত্তর)
শৌর্য চক্র
১. মেজর অনুজ সুদ, গার্ডস, ২১ রাষ্ট্রীয় রাইফেলস (মরণোত্তর)
২. রাইফেলম্যান প্রণব জ্যোতি দাস, ৬ অসম রাইফেলস
৩. প্যারাট্রুপার সোনম শেরিং তামাং, ৪ প্যারা (এসএফ)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊