Latest News

6/recent/ticker-posts

Ad Code

দুদিনের নৈশ ফুটবল খেলার শুভ সূচনা

দুদিনের নৈশ ফুটবল খেলার শুভ সূচনা



দুদিনের নৈশ ফুটবল খেলার শুভ সূচনা হল গতকাল । ইন্দিরা কলোনীর ভগৎ সিং  ময়দানে এই খেলা শুরু হয়।

শনিবার সন্ধ্যায় এই খেলার উদ্‌বোধন ও আনুষ্ঠানিকভাবে খেলার সূচনা হয়। পরিচালনায় ভগৎসিং স্পর্টিং এন্ড কালচারাল ক্লাব। 

স্বর্গীয় ভবানি প্রসন্ন রায় এর স্মরণে নৈশ ফুটবল খেলা হয়। উদবোধন করেন বালাপাড়া এলাকার পঞায়েত সদস্য বিকাশ বসাক।

মোট 16 টি টিম এর খেলা হয়। সহযোগিতা করে জলপাইগুড়ি ক্রিড়া সংস্থা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code