Latest News

6/recent/ticker-posts

Ad Code

কৃষি আইনের প্রতিবাদে পদযাত্রা ও পথসভা তৃণমূলের



কৃষি আইনের প্রতিবাদে পদযাত্রা ও পথসভা তৃণমূলের 



শচীন পাল ,ঝাড়গ্রাম গোপীবল্লভপুর

গোপীবল্লভপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের ডাকে 'ডাংরিয়াতে বিশাল পদযাত্রা ও পথসভা কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের প্রতিবাদে। 


আজকের এই কর্মীসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু। ঝাড়গ্রাম জেলার দায়িত্ব প্রাপ্ত নেতৃত্ব দেবাশিস চৌধুরী,ঝাড়গ্রাম জেলা পরিষদের সদস্য স্বপন পাত্র,গোপীবল্লভপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল,ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপম মল্লিক,ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী শর্বরী অধিকারী,ব্লক কিষান তৃণমূল সভাপতি সুকুমার বাগ।ব্লক তৃণমূল কংগ্রেসের এসটি এসসি সেলের সভাপতি দুলাল মাণ্ডি। 


চোরচিতা ১ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব কর।নোটা নং অঞ্চল সভাপতি সুশোভন নায়েক,কুলিয়ানা ৪ নং অঞ্চল সভাপতি শক্তিপদ বারিক,বেলিয়াবেড়া ৫ নংঅঞ্চল সভাপতি বাণেশ্বর মণ্ডল,পেটবিন্ধি ৭ নং অঞ্চল সভাপতি শঙ্কর প্রসাদ দে সহ অন্যান্য ব্লক অঞ্চল নেতৃত্ব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code