তৃণমূল নেতাকে খুনের অভিযোগ , গ্রেপ্তার ৪




ময়নাগুড়ি : রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ি এলাকায় । জানা যায় মৃতের নাম রণজিৎ অধিকারী ,সাপ্টিবাড়ি-১ নম্বর  গ্রাম পঞ্চায়েতের বিদ‍্যাসেন কালীবাড়ি এলাকার তৃণমূল কংগ্রেসের জোন সভাপতি তিনি । 

ঘটনায় অভিযোগের তীর উঠেছে বিজেপির বিরুদ্ধে । অভিযোগ অস্বীকার করেছে বিজেপি । 

ইতিমধ্যে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । সূত্র মারফৎ জানা যায়, গতকাল রাতে বাড়ির পাশেই দলের বুথ কমিটির সভা ছিল। রাতে সভা শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতীর হাতে নৃশংসভাবে খুন হন রণজিৎ অধিকারী। 

স্বামীর চিৎকার শুনতে পেয়ে তাঁর স্ত্রী নীলিমাদেবী এগিয়ে যেতেই রণজিৎবাবুকে জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর স্থানীয়দের সহযোগিতায় তাঁকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। 

ময়নাতদন্তের পর সোমবার বিকেলে সাপ্টিবাড়ী তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস কার্যালয়ে তাকে নিয়ে আসা হয়।