ভারত-বাংলাদেশ সীমান্ত আন্তর্জাতিক বাজার স্থাপনের উদ্যোগ



সোমবার দিনহাটা 2 নং ব্লকের সাহেবগঞ্জ আনন্দ আশ্রম প্রাঙ্গণে ভারত-বাংলাদেশ সীমান্ত আন্তর্জাতিক বাজার স্থাপনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হল । 


ভারত-বাংলাদেশ সীমান্তে এই আন্তর্জাতিক বাজার স্থাপন হলে দুই দেশের ব্যবসায়ীদের উন্নতিসাধনের পাশাপাশি স্বল্প খরচে পণ্য আদান-প্রদান সম্ভব হবে, এতে সাধারণ মানুষও উপকৃত হবে। 



এদিনের আলোচনা সভায় সাহেবগঞ্জ ব্যবসায়ী সমিতির প্রায় শতাধিক ব্যবসায়ীদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আন্তর্জাতিক বাজারের বিষয়ে বিস্তারিতভাবে আলোকপাত করেন কাটস্ ইন্টারন্যাশনাল এর আধিকারিক সুমন্ত বিশ্বাস এবং শাশ্বত মুখার্জি। এছাড়াও এই বিশেষ আলোচনা সভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস, দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রানা গোস্বামী,দিনহাটা 2 নং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন্দ্র বর্মন, সাহেবগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি প্রতাপ গোবিন্দ দেব, সম্পাদক বিপুল বিশ্বাস সহ আরো অনেকে।