দশম শ্রেণীর পরীক্ষার (Secondary School Certificate, Class X) দিন ঘোষণা



করোনা আবহে স্কুল কলেজ বন্ধ থাকার পাশাপাশি স্থগিত হয়ে আছে সমস্ত বোর্ড পরীক্ষা গুলিও।  কিছু বোর্ড পরীক্ষাগুলি পিছিয়ে মে-জুন মাস নাগাদ ঘোষণা হলেও এখনো ঠিক হয়নি বেশ কিছু পরীক্ষার সময় নির্ঘন্ট। এরই মধ্যে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার দিনতারিখ ঘোষণা করলো National Students' Union of India।


বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে দশম শ্রেণীর Secondary School Certificate এর সমস্ত পরীক্ষাগুলি আগামী 29 এপ্রিল, 2021 থেকে শুরু হয়ে 9 জুন, 2021 পর্যন্ত চলবে। তার মধ্যে সমস্ত লিখিত পরীক্ষাগুলি হবে 29 এপ্রিল থেকে 31 মে এর মধ্যে।  সমস্ত প্র্যাকটিক্যাল, মৌখিক (Oral) এবং ইন্টারনাল পরীক্ষাগুলি নেওয়া হবে 28 মে থেকে 3 জুনের মধ্যে। বিশেষ সক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের প্রশিক্ষনযুক্ত বিষয়ের পরীক্ষা (Work training subject exams) গুলি 28 মে থেকে 9 জুনের মধ্যে সম্পন্ন হবে।


পরীক্ষার ফলাফল এর আনুমানিক সময় হিসেবে আগস্ট, 2021 এর শেষ সপ্তাহের কথা উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।