কেন্দ্রের নির্দেশিকা মেনে নতুন বছরের শুরুতেই বেশ কয়েকটি রাজ্যে খুলছে স্কুল
করোনা সংক্রমণের কারণে জারি লক ডাউনের জেরে মার্চ থেকেই বন্ধ দেশের স্কুল কলেজ। এদিকে ধীরে ধীরে বহু ক্ষেত্রে ছাড় মিললেও ছাড় মেলেনি পড়ুয়াদের পড়াশুনায়। বন্ধ স্কুল, কলেজ। এই পরিস্থিতিতে স্কুল খোলার পক্ষে যখন সায় নেই সরকারের তখন চিন্তিত অভিভাবক- অভিভাবিকা, ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকাও। পড়ুয়াদের পড়াশুনা এক প্রকার বিশবাও জলে। নতুন বছরে পড়াশুনা কবে থেকে শুরু হবে সে নিয়ে চলছে জল্পনা। ১লা জানুয়ারী থেকেই কর্নাটক, অসম, কেরলে স্কুল খুলতে চলেছে। গাইডলাইন মেনে আগেই অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড ইতিমধ্যে স্কুল খুলেছে। এবার সেই তালিকায় সামিল হল আরও বেশ কিছু রাজ্য। শর্ত সাপেক্ষে খুলছে কয়েকটি রাজ্যের স্কুল।
শর্তসাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। একাধিক বিধি নিষেধ বাতলে দিয়েছে কেন্দ্র। সেই শর্ত মেনেই খুলছে স্কুল গুলি। রাজ্যগুলি নির্দেশিকার প্রতিলিপি পাঠিয়েছে স্কুল সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানকে।
নির্দেশিকা অনুযায়ী শর্ত-
- স্কুলে ক্লাস করতে গেলে পড়ুয়াকে অবশ্যই অভিভাবকের অনুমতি পত্র আনতে হবে।
- শিক্ষক ও ছাত্রছাত্রীদের শরীরের তাপমাত্রা মাপতে মেইন দরজায় থার্মাল গান রাখতে হবে।
- স্কুলে প্রবেশ এবং স্কুল চত্বরে থাকার সময় মুখে মাস্ক পরা বাধ্যতামূলক।
- স্কুল খোলার আগে সব ক্লাসরুম, অফিস, গ্রন্থাগার, ল্যাবরেটরি, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার -সহ সব জায়গা স্যানিটাইজ করতে হবে।
- স্কুলে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।
- কনটেইনমেন্ট জোনে থাকা স্কুল খোলা যাবে না।
- শিক্ষক এবং ছাত্রের হাজিরার হার ৫০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
- স্কুলের ক্যান্টিন, খেলাধুলো, দলবদ্ধ সংস্কৃতি চর্চার মতো বিষয় বন্ধ রাখতে হবে।
- দরজার নব ও হাতল, লিফ্টের বোতাম, সিঁড়ির রেলিং, বেঞ্চ, চেয়ার, টেবিল, ডেস্ক, শৌচাগারে জলের কল ইত্যাদি নিয়মিত হাইড্রোক্লোরাইট সলিউশন ব্যবহার করে জীবাণুমুক্ত রাখতে হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊