২৮ তম ন্যাশনাল চিল্ড্রেন্স সায়েন্স কংগ্রেস অনুষ্ঠিত হল আলিপুরদুয়ারে



জেলা আলিপুরদুয়ারের মাদারিহাট PRISM সংস্থার উত্তরবঙ্গ অফিস প্রাঙ্গণে রবিবার বেলা ১১ টা থেকে অনুষ্ঠিত হল ২৮ তম ন্যাশনাল চিল্ড্রেন্স সায়েন্স কংগ্রেস -২০২০। বিগত বছরে করোনা প্যান্ডেমিকের কারণে সবকিছুই বানচাল হয়েছে।সেজন্যই অনেকটা দেরিতে অনুষ্ঠিত হল এই বছরের আলিপুরদুয়ার জেলার চিল্ড্রেন্স সায়েন্স কংগ্রেস।


জেলা আলিপুরদুয়ারের বিভিন্ন প্রান্ত থেকে ক্ষুদে বিজ্ঞানীরা নিজেদের এলাকার সমস্যা নিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ করে তা সমাধানের উপায় বতলে দিয়ে বিভিন্ন প্রজেক্ট তৈরি করে এই চিল্ড্রেন্স সায়েন্স কংগ্রেসে অংশগ্রহণ করে। ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের এই চিল্ড্রেন্স সায়েন্স কংগ্রেসের এই বছরের ফোকাল থিম ছিল-সায়েন্স ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। 


মাদারিহাটে অনুষ্ঠিত এদিনের এই প্রদর্শনী থেকে নির্বাচিত ৩ জন ক্ষুদে বিজ্ঞানী রাজ্য স্তরে চিল্ড্রেন্স সায়েন্স কংগ্রেসে অংশগ্রহণ করবেন বলে জানান সংস্থার জেলা কোয়ার্ডিনেটর নীতা ধর।সকল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের আরো বেশী করে ছাত্র ছাত্রীদের এই চিল্ড্রেন্স সায়েন্স কংগ্রেসে অংশগ্রহণ করানোর আহবান জানান তিনি।