শিতের আমেজে দুয়ারে সরকারে উচ্ছসিত জনতা


সঞ্জিত কুড়ি,পূর্ব বর্ধমান



শিতের আমেজে দূয়াড়ে সরকার প্রকল্পে নাম লেখাতে উপছে পড়া ভির চোখে পড়ে শ্রীরাম পুর উচ্চ বিদ্যলয়ে।১১টি প্রকল্প নিয়ে দুয়াড়ে সরকার প্রকল্প শুরু করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তৃতীয় ফেজে দুয়ারে সরকার প্রকল্পর কাজ শুরু হয় বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির বৈকুন্ঠপুর ২ গ্ৰাম পঞ্চায়েতে শ্রীরামপুর উচ্চ বিদ‍্যালয়ে। দূয়ারে সরকার প্রকল্পে নাম লেখাতে ভিড় জমেছে মানুষের।


বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল দত্ত বলেন কভিড ১৯ এর জন্য এতোদিন সাধারন মানুষ তেমন ভাবে পরিষেবা পায়নি।তাই সাধারন মানুষের উপকারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারন মানুষের জন্য শুরু করেছেন এই দূয়াড়ে সরকার প্রকল্প।আজ এই বৈকুন্ঠ পুর ২ গ্ৰাম পঞ্চায়ের শ্রীরাম পুর উচ্চ বিদ্যালয়ে দুয়ারে সরকার প্রকল্পে স্বাস্থসথী প্রকল্পে বেশিভিড়।


বৈকুন্ঠপুর গ্ৰাম পঞ্চায়েত প্রধান শরমিলা মাল্লিক বলেন বৈকুন্ঠপুর গ্ৰাম পঞ্চায়েতে ১২টি সংসদে ১৮হাজারের বেশী লোকসংখ্যা আছে।এদের মধ্যে অধিকাংশ মানুষ মুখ্যমন্ত্রীর সমস্থরকম সুবিধা পেয়েছেন।আজ তৃতীয় ফেজে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে আরো উপকৃত হবেন।