Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবার বাতিল হতে পারে পুরোনো ১০ ও ১০০ টাকার নোট? স্পষ্ট করল RBI




এবার বাতিল হতে পারে পুরোনো ১০ ও ১০০ টাকার নোট? স্পষ্ট করল RBI



বাতিল হচ্ছে ১০ ও ১০০ টাকার নোট। ২০১৬ সালে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর এবার ১০ ও ১০০ টাকার নোট বাতিলের খবর ছাপিয়ে গেছে গোটা নেট দুনিয়ায়। কিন্তু সেই নোট বাতিলের খবরকে গুজব বলেই উড়িয়ে দিল রিজার্ভ ব‍্যাঙ্ক অফ ইণ্ডিয়া। রিজার্ভ ব‍্যাঙ্কের তরফে টুইট করে সেকথা জানিয়ে দেওয়া হল। 


রিজার্ভ ব‍্যাঙ্কের তরফে টুইট করে জানানো হয়েছে, 'বর্তমানে বাজার চলতি পুরনো সিরিজের ১০০, ১০ এবং ৫ টাকার নোট খুব শিগগির প্রত্যাহার করে নেওয়া হবে বলে সংবাদমাধ্যমের একাংশে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যে, এই তথ্য সঠিক নয়।'


ভারত সরকারের তরফে সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগকারী নোডাল সংস্থা পিব ও নোট বাতিলের খবরকে ভিত্তিহীন ও গুজব বলেই উড়িয়ে দিয়েছে। নোট বাতিলের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানিয়েছে তাঁরা। ২০১৮ সালে নতুন ১০ টাকা, ৫০ টাকা এবং ২০০ টাকার কারেন্সি নোট জারি করে ভারতীয় রিজার্ভ ব্যাংক। ২০১৯ সালে জারি করা হয় নতুন ১০০ টাকার কারেন্সি নোট। তবে পুরনো যেসব নোট বাজারে চালু আছে সেগুলিও সমানভাবে বৈধ থাকবে বলে তখনই স্পষ্ট করে দিয়েছিল রিজার্ভ ব্যাংক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code