ভোট কর্মীদের প্রশিক্ষনের নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন



ঘরের দুয়ারে কড়া নাড়ছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, নির্বাচনী প্রচারে সব রাজনৈতিক মহল l


বর্তমান শাসক দল থেকে বিরোধী সবাই কোমর বেঁধে নেমে পড়েছে l

বাম -কংগ্রেস জোটের আসন রফা শেষ পর্যায়ে l

সূত্রে খবর আর দুমাসের মধ্যে হতে চলেছে নির্বাচন l

নির্বাচন কমিশনও তৎপর, ভোট কর্মীদের প্রশিক্ষনের নির্দেশিকা জারি করল মুখ্য নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গ l আগামী ৭ই ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে প্রথম দফার প্রশিক্ষণ যা চলবে ২৫শে ফেব্রুয়ারী পর্যন্ত l