জে পি নাড্ডার রোড শোতে পুলিশ প্রটেকশন দিতে অপারগ, অভিযোগ সাংসদ সুকান্ত মজুমদারের


সঞ্জিত কুড়ি,পূর্ব বর্ধমান

শনিবার পূর্ব বর্ধমান জেলার কাটোঝয়া মুস্থলী এলাকায় জনসভা করবেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা,সঙ্গে থাকবেন সর্ব ভারতীয় সাধারন সম্পাদক বিজয় বড়গি, রাজ্য সভাপতি দিলিপ ঘোষ,সুভেন্দু অধিকারি,মুকুল রায় সহ বিজেপির উচ্চ পদস্থ নেতারা।কাটোয়ায় জন সভার পর বর্ধমান বিসি রোর্ডে রোডশো করবেন জে পি নাড্ডা।


রোডশোতে জেলা পুলিশ সুপারের কাছে পুলিশ প্রটেকশন চেয়ে আবেদন করেন জেলা সভাপতি সন্দীপ নন্দী।ওই রোডশোতে পুলিশ প্রোটেকশন দিতে পারবেন না বলে পরিস্কার জানান বর্ধমান জেলা পুলিশ সুপার।এতেই পরিস্কার বোঝা যাচ্ছে পশ্চিম বাংলার লয়েন অর্ডার জেলা প্রশাসনের বাইরে চলে গেছে।আজ এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ও রাজ্য সহ সভাপতি তথা রাঢ়বঙ্গ জোন পর্যবেক্ষক রাজু ব্যানার্জি।


বর্ধমান জেলা বিজেপি সদর কায্যালয়ে আজ এক সাংবাদিক সম্মেলন করেন সুকান্ত মজুমদার।সাংবাদিক সম্মেলনে সুকান্ত বাবু বলেন, বর্ধমানের বিসিরোডে রোডশোর জন্য পুলিশ অনুমতি না পাওয়ায় রোডশোটি বিরহাটা থেকে কার্জনগেট পর্যন্ত করা হবে।বর্ধমান শহরকে বেছে নেওয়ার বিষয়ে সাংসদ বলেন বর্ধমান শহরটা পুরোনো ও ঐতিহ‍্য্য্যবাহী শহর তাই এই শহরটিকে বেছে নেওয়া হয়।বর্ধমানের অধিষ্ঠিত মন্দির গুলোতে পরিদর্শনে যেতে পারে নাড্ডা।


রোডশোতে ৯০ হাজেরের বেশী লোক হবে বলে জানান সাংসদ।রাজু ব্যানার্জি বলেন, পুলিশ এখন কাঠ পুতুল হয়েগেছে।মমতার নির্দেশ মতই পুলিশ কাজ করছে।তৃণমূলের কোন সভা করতে হলে কোন অনুমতি লাগেনা বিজেপি সভা করতে গেলে পুলিশ অনুমতি প্রযোজন হয়।এটা আর বেশিদিন চলবে না।সাংবাদিক সম্মেলনের পর রাস্তার বিজেপি তৈরি প্যান্ডেল পরিদর্শন করেন তারা।

জে পি নাড্ডার রোড শোতে পুলিশ প্রটেকশন দিতে অপারক, অভিযোগ সাংসদ সুকান্ত মজুমদারের

Posted by Sangbad Ekalavya on Friday, January 8, 2021