পৌর উৎসব উপলক্ষে একক সংগীত প্রতিযোগিতা




পৌর উৎসব উপলক্ষে একক সংগীত প্রতিযোগিতা



সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান:- 

করোনা বিধি নিষেধ মেনে আগামী ২৩ শে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে বর্ধমান পৌর উৎসব চলবে ৩১শে জানুয়ারি পর্যন্ত। বর্ধমান বিদ্যার্থ ভবন গালর্স হাই স্কুলে বর্ধমান পৌর উৎসব উপলক্ষে অনুষ্টিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতা।


একক সংগীত প্রতিযোগীতায় তিনটি বিভাগে ভাগ করা হয়।এদিনে সংগীত প্রতিযোগীতায় এক হাজার উনোষাঠ জন ছাত্র-ছাত্রী অংশ গ্ৰহন করেন।০-১০ বছর পর্যন্ত "ক" বিভাগ,১০-১৬ বছর পর্যন্ত "খ" বিভাগ,১৬ বছরের উদ্ধে সর্ব সাধারনের জন্য "গ" বিভাগ।এছাড়া মেলার মাঠে থাকছে নানা ধরনে সাংস্কৃত প্রতিযোগীতা,যেমন একক রবীন্দ্র নৃত্য,সমবেত নৃত্য,যেমন খুশি তেমন সাজো,বোসে আঁঁকা প্রতিযোগীতা,বাংলা গানের প্রতিযোগীতা, প্রবন্দ,কুইজ,ইত্যাদি।করোনার মধ্যেও এবছর প্রতিযোগীর হার অনেক বেশি।তবে করোনা বিধি মেনেই চলছে এই প্রতিযোগীতা।এই প্রতিযোগীতার ফলাফল জানেনো হবে বর্ধমান পৌর উৎসব ২০২১ এই এপের মাধ্যমে,এবং পৌর উৎসব মেলার মাঠে লিষ্ট টিঙ্গিয়ে দেওয়া হবে বলে, জানান বর্ধমান পৌরসভার সাব এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার সোহিনি লোদ।


তিনি বলেন পুরস্কার বিতরনী হবে পৌর উৎসবের শেষের দিন,অর্থাৎ ৩১শে জানুয়ারি।বর্ধমান পৌর উৎসব উপলক্ষে শুরুহয়েছে ক্রিকেট প্রতিযোগীতা,ফুটবল প্রতিযোগীতা,ক্রীড়া প্রতিযোগীতা,ক্রীড়া প্রতিযোগীতায় পৌরকর্মীরা অংশ গ্ৰহন করবেন।এছাড়া বর্ধমান পৌর উৎসব উপশক্ষে প্রতিদিনের সন্ধায় থাকছে নানাধরনের সাংস্কৃতি অনুষ্ঠা।সমস্ত প্রতিযোগীদের পুরস্কার দেওয়া হবে ৩১শে জানুয়ারি বিকেলে মেলার মাঠে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ